InterviewSolution
| 1. |
1942 খ্রীষ্টাব্দের ভারত ছাড়াে আন্দোলন সম্পর্কে একটি নিবন্ধ লেখাে। |
|
Answer» ভারতের স্বাধীনতা আন্দোলনের শেষ গণ আন্দোলন ছিল ভারত ছাড়ো আন্দোলন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতে জাপানি আক্রমণ প্রতিরোধ, ক্রিপস মিশনের ব্যর্থতা, রাজনৈতিক সংকট প্রভৃতি কারণে ভারত ছাড়ো আন্দোলন হয়। ব্যর্থ হলেও বিভিন্ন দিক থেকে এর গুরুত্ব ছিল অপরিসীম। এই আন্দোলন ছিল স্বতঃস্ফূর্ত। সরকার জাতীয় নেতাদের গ্রেফতার করেছিল। কংগ্রেস সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। তবুও জনতা স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। এত ব্যাপক জন জাগরণ ১৮৫৭ খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের পর আর ঘটেনি। এই জন জাগরণ ব্রিটিশ বিরোধী ছিল। ফলে ব্রিটিশ রাজের মর্যাদাহানি ঘটে। ব্রিটিশ সরকারের মর্যাদা রক্ষার জন্য যুদ্ধ শেষে মন্ত্রী মিশন ভারতে আসে।এই গণ আন্দোলন প্রমাণ করে ভারতে ব্রিটিশ সাম্রাজ্যবাদের দিন শেষ হয়ে এসেছে। এর মাত্র পাঁচ বছর পর ভারত স্বাধীন হয়। |
|