1.

অবচেতন মনের ক্ষমতা সম্পর্কে লেখ​

Answer»

Answer:

অবচেতন মনের ক্ষমতা সম্পর্কে লেখঅচেতন মনের ধারণাটি মনোবিজ্ঞান অথবা মনোবিশ্লেষণের অন্তর্গত। মনের যে অংশটি আমাদের জাগ্রত চেতনার বাইরে অথবা আমাদের প্রত্যক্ষ নিয়ন্ত্রণের বাইরে তাকে সাধারণ অর্থে অচেতন মন বলা হয়।অচেতন মন আমাদের জৈবিক প্রয়োজন যেমন খিদে, পিপাসা,যৌন-ক্ষুধা ইত্যাদির বার্তা আমাদের চেতনা বা চেতন মন থেকে কেড়ে আনে। তদুপরি, মানুষ চেতন অবস্থায় যেসব চিন্তা,ভাব-অনুভূতির অনুশীলন করে সেইসব ক্রমান্বয়ে প্রাক-চেতন মনে গিয়ে শেষে অচেতন মনে জমা হয়।[১]সিগমুন্ড ফ্রয়েড মানুষের মনোজগতকে তিনটি স্তরে ভাগ করেছিলেন[২];

চেতন(CONSCIOUS) এবং এর সাথে অন্তর্ভুক্ত করেছিলেন ইগোকে (Ego)

অবচেতন(SUBCONSCIOUS) বা প্রাক-চেতন (Preconscious)

অচেতন(UNCONSCIOUS) এবং এর সাথে অন্তর্ভুক্ত করেছিলেন ইড (Id)ও সুপার ইগোকে (Super Ego)[৩]

EXPLANATION:

অচেতন মন একইসাথে অযুক্তিকর কিছু অদ্ভুত অবাস্তব চিন্তা ভাবনারও ভাণ্ডার। এইসব চিন্তা-ভাবনাগুলি কিছু সময়ে আমাদের চেতন মনে এসে আমাদের বিব্রত করে। [৪] অচেতন মনের এমন চিন্তা-ভাবনাগুলি আমাদের মন অথবা মস্তিষ্কের ভিতর থাকা প্রতিরক্ষা ব্যবস্থা পুনরায় অবচেতন মনে অবদমন করে।[১]



Discussion

No Comment Found

Related InterviewSolutions