1.

অষ্টম শ্রেণী পর্যন্ত পাশ-ফেল প্রথা চালু করা নিয়ে দুই বন্ধুর কাল্পনিক সংলাপ রচনা করো |

Answer»

্রেণী পর্যন্ত পাশ-ফেল প্রথা চালু করা নিয়ে দুই বন্ধুর সংলাপ[ দুই বন্ধুর নাম - আকাশ ও প্রবীর ]আকাশ - শুভ সন্ধ্যা, প্রবীর।প্রবীর - শুভ সন্ধ্যা।আকাশ - তোকে এতো চিন্তিত মনে হচ্ছে কেন?প্রবীর - আমি এখন অষ্টম শ্রেণী পর্যন্ত পাশ-ফেল প্রথা বিষয়ে একটু ভাবছি।আকাশ - হ্যাঁ। আমিও শুনেছি। তবে ভাবনার কী আছে?প্রবীর - এক ছাত্র যদি পরের ক্লাসে সহজে উঠতে না পারে, তবে সে পড়াশোনা করতে চাইবে কেন?আকাশ - ভেবে দেখ যে, সে যদি পড়াশোনা না করে, সে কোনোরকম শিক্ষা অর্জন করতে সমর্থ হ'বেনা। শিক্ষার উদ্দেশ্য শুধু পরীক্ষায় পাশ করা কিন্তু নয়। কোনো বিষয়ে, সে পাঠ্যবই হোক বা তার বাইরের কোনো বিষয় হোক, তার যতোটা সম্ভব ধারণা নেওয়া যায়, তা নিতে হ'বে।প্রবীর - হুঁ। একদম ঠিক কথা। ধন্যবাদ, আকাশ।আকাশ - চল। আজ বাড়ি যাই। রাত হয়ে এলো।



Discussion

No Comment Found