1.

ভারতবর্ষে মুসলমানদের সর্বপ্রথম সৃষ্টি কার্য কোন কোন সংস্কৃতির মিলন ঘটিয়েছিল​

Answer»

ভারতীয় উপমহাদেশে মুসলিম বিজয় শুরু হয় প্রধানত ১২শ থেকে ১৬শ শতাব্দীতে। তবে ৮ম শতাব্দীতে মুসলমানেরা রাজপুত সাম্রাজ্যে (বর্তমান আফগানিস্তান ও পাকিস্তানে) কিছু কিছু হামলা চালিয়েছিল। দিল্লি সালতানাত প্রতিষ্ঠার মাধ্যমে ইসলাম উপমহাদেশের বড় অংশে ছড়িয়ে পড়ে। ১২০৪ সালে বখতিয়ার খিলজি বাংলা জয় করেন যা ছিল তৎকালে মুসলিম বিশ্বের সবচেয়ে পূর্ব প্রান্ত।ভারতীয় উপমহাদেশের ইতিহাসদক্ষিণ এশিয়া• প্রস্তর যুগ৭০,০০০-৩৩০০ খ্রীষ্টপূর্ব• মেহেরগড়৭০০০-৩৩০০ খ্রীষ্টপূর্ব• হরপ্পা ও মহেঞ্জদর সভ্যতা৩৩০০-১৭০০খ্রীষ্টপূর্ব• হরপ্পা সংস্কৃতি১৭০০-১৩০০ খ্রীষ্টপূর্ববৈদিক যুগ১৫০০-৫০০ খ্রীষ্টপূর্বলৌহ যুগ১২০০-৩০০ খ্রীষ্টপূর্ব• ষোড়শ মহাজনপদ৭০০-৩০০ খ্রীষ্টপূর্ব• মগধ সাম্রাজ্য৫৪৫খ্রীষ্টপূর্ব• মৌর্য সাম্রাজ্য৩২১-১৮৪খ্রীষ্টপূর্ব• মধ্যকালীন রাজ্যসমূহ২৫০ খ্রীষ্টপূর্ব• চোল সাম্রাজ্য• ২৫০খ্রীষ্টপূর্ব• সাতবাহন সাম্রাজ্য• ২৩০খ্রীষ্টপূর্ব• কুষাণ সাম্রাজ্য৬০-২৪০ খ্রীষ্টাব্দ• বাকাটক সাম্রাজ্য২৫০-৫০০ খ্রীষ্টাব্দ• গুপ্ত সাম্রাজ্য২৮০-৫৫০ খ্রীষ্টাব্দ• পাল সাম্রাজ্য৭৫০-১১৭৪ খ্রীষ্টাব্দ• রাষ্ট্রকুট৭৫৩-৯৮২• ইসলামের ভারত বিজয়• সুলতানী আমল১২০৬-১৫৯৬• দিল্লি সালতানাত১২০৬-১৫২৬• দাক্ষিনাত্যের সুলতান১৪৯০-১৫৯৬• হৈসল সাম্রাজ্য১০৪০-১৩৪৬• কাকতীয় সাম্রাজ্য১০৮৩-১৩২৩• আহমন সাম্রাজ্য১২২৮-১৮২৬বিজয়নগর সাম্রাজ্য১৩৩৬-১৬৪৬মুঘল সাম্রাজ্য১৫২৬-১৮৫৮মারাঠা সাম্রাজ্য১৬৭৪-১৮১৮শিখ রাষ্ট্র১৭১৬-১৮৪৯শিখ সাম্রাজ্য১৭৯৯-১৮৪৯ব্রিটিশ ভারত১৮৫৮–১৯৪৭ভারত ভাগ১৯৪৭স্বাধীন ভারত১৯৪৭–বর্তমানজাতীয় ইতিহাসবাংলাদেশ • ভুটান • ভারতমালদ্বীপ • নেপাল • পাকিস্তান • শ্রীলঙ্কাআঞ্চলিক ইতিহাসআসাম • বেলুচিস্তান • বঙ্গহিমাচল প্রদেশ • উড়িষ্যা • পাকিস্তানের অঞ্চল সমূহপাঞ্জাব • দক্ষিণ ভারত • তিব্বতবিশেষায়িত ইতিহাসটঙ্কন • রাজবংশ • অর্থনীতি ভারততত্ত্ব• ভাষাবিজ্ঞানের ইতিহাস • সাহিত্য • নৌসেনা• সেনা • বিজ্ঞান ও প্রযুক্তি • সময়রেখাএই বাক্সটি: দেখুনসম্পাদনা১৪ শতকে খিলজি বংশের, আলাউদ্দিন খিলজি তার সাম্রাজ্যের সীমানা দক্ষিণে গুজরাত,রাজস্থান ও দাক্ষিণাত্য মালভূমি এবং তুগলক রাজবংশ তাদের সীমানা তামিলনাড়ু পর্যন্ত বাড়ায়। কিন্তু দিল্লি সালতানাত ভেংগে গেলে ভারতীয় উপমহাদেশ জুড়ে অনেক গুলো নতুন সালতানাতে আবির্ভাব ঘটে, যার মধ্যে গুজরাত সালতানাত, মালওয়া সালতানাত, তৎকালীন পৃথিবীর সবচেয়ে বড় বাণিজ্য পথের অধিকারী বাংলা সালতানাত[১][২]মারাঠা সাম্রাজ্য ও ব্রিটিশ রাজত্বের পূর্বে মুসলিম মুঘল সাম্রাজ্য ভারতের অধিকাংশ রাজ্যকে দখল বা দমন করতে সক্ষম হয়। তবে কিছু প্রান্তিক রাজ্য তারা দখল করতে পারেনি, যেমন - হিমালয়ের উপরাংশে হিমাচল প্রদেশ, উত্তরখণ্ড, সিকিম, নেপাল ও ভুটান; দক্ষিণ ভারতে ট্রাভাঙ্কর ও তামিলনাড়ু এবং পূর্বে আসামের আহোম সাম্রাজ্য।



Discussion

No Comment Found

Related InterviewSolutions