InterviewSolution
| 1. |
চা তোলার জন্য মহিলা শ্রমিক প্রয়োজন কেন? |
|
Answer» মহিলা শ্রমিকদের পাশে দঁাড়াল রাজ্য মৎস্য দপ্তরের ‘বেনফিশ’। বিকল্প জীবিকা হিসেবে মহিলা শ্রমিকদের রঙিন মাছ চাষের প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে তারা। তাঁদের মাছের চারা কিনে দেওয়া এবং চাষের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো তৈরিতেও আর্থিক সাহায্য করছে বেনফিশ। মাছ বড় হওয়ার পর কোথায় সেই মাছ বিক্রি করা হবে সেই বাজারের সন্ধান দেওয়ার পাশাপাশি প্রয়োজনে বেনফিশও এই মাছ কিনে শিলিগুড়ি–সহ রাজ্যের অন্য জায়গায় বিক্রি করবে। ইতিমধ্যেই দার্জিলিং জেলার ফঁাসিদেওয়ায় গয়াগঙ্গা টি এস্টেটের কমলা বাগানে গত বছর আগস্টে এই প্রকল্পটির একটি ‘পাইলট প্রজেক্ট’ গড়ে তোলা হয়েছে। যা নিয়ে যথেষ্টই উৎসাহিত শ্রমিকরা। এবার বাকি চা– বাগানগুলিতেও এই প্রকল্পটি চালু করতে চায় বেনফিশ। নেওয়া হচ্ছে উদ্যোগ। |
|