1.

How to identify different types of somas in bengali

Answer»

্দ্ব সমাস:প্রত্যেক টি সমস্যমান পদের অর্থ প্রাধান্য পায় ,যেমন-ছেলে ও মেয়ে= ছেলে মেয়ে2)কর্মধারয় সমাস:যখন বিশেষ্য, বিশেষ্য পদে,বিশেষণ ও বিশেষণ পদে ,কিংবা বিশেষ্য,বিশেষণ পদে সমাস হয়যেমন-অষ্ট অধিক দশ=অষ্টাদশ3)তৎপুরুষ সমাস:পূর্ব পদের বিভক্তি বা অনুসর্গ লোপ পায় এবং পরোপদের অর্থ প্রতীয়মান থাকে4)বহুব্রীহি সমাস:সমস্যমান পদগুলিও অর্থ না বুঝে তাদের দ্বারা অন্য অর্থ প্রাধান্য পায় যেমন- বিনাপানিতে জাহার= বিনাপানি5)দ্বিগু সমাস : পূর্ব পদ সংখাবাচক,পর পদ সমাহার নির্দেশ করে ,যেমন-সপ্ত ওহেরে সমাহার = সপ্তাহ6)অব্যয়ীভাব সমাস:পূর্ব পদ অবয়ের সাথে পর পদের বিশেষয়ের,যেমন,-মিলের অভাব=গরমিল7)নিত্য সমাস : সাধারণ নিয়মে বাসবাক্য হয় না,অন্য পদের প্রয়োজন ,যেমন-অন্য ধর্ম=ধর্মান্তর8)অলপ সমাস:সমস্ত পদে পূর্ব পদস্র বিভক্তি লোপ পায় না,যেমন-পথে ও ঘাটে=পথেঘাটে9) বক্কাসশ্রয়ী সমাস: বাককাংশ সমাসবদ্ধ একটি পদে নিযুক্ত হয়,যেমন-বসে এক প্রতিযোগিতাhope it will HELP you in READING the LESSON সমাস



Discussion

No Comment Found