InterviewSolution
| 1. |
Muktijuddhe bangladesher bijoyer karon |
|
Answer» ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিজয়ের কারণগুলো হল-১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে শেষে অর্থাৎ ২৬ মার্চ প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়ে একটি বার্তা সারা দেশে পাঠিয়ে দেয়।তখন বাঙালি পুলিশ, ইপিআর সদস্য, সেনা ও জনতা দ্রুত সংঘটিত হয় মুক্তিযুদ্ধ শুরু করে। এ দেশের পুলিশ বিডিআর সদস্য কৃষক-শ্রমিক ছাত্র-জনতা সর্বস্তরের মানুষ মুক্তিযুদ্ধে যোগ দেন।ভারত, সোভিয়েত ইউনিয়নসহ অনেক দেশ বিভিন্নভাবে বাংলাদেশকে সাহায্য করেছিল।৭ মার্চের ভাষণকে বলা হয় বাঙালি জাতির মুক্তির সনদ। এই ভাষণ থেকে উজ্জীবিত হয়ে লাখ লাখ বাঙালি যুদ্ধে নেমেছে। অনেক রক্ত আত্মত্যাগের বিনিময়ে ১৬ ডিসেম্বর বিজয় অর্জন করেছে বাঙালিরা। |
|