1.

'প্রাক্-ইতিহাস' শব্দটির অর্থ কি?​

Answer»

ANSWER:

প্রাক-ইতিহাস বা প্রাগৈতিহাসিক যুগ (ইংরেজি: PREHISTORY) লিখিত ইতিহাসের পূর্ববর্তী কালসমূহের ইতিহাসকে বোঝায়। ফরাসি প্রত্নতাত্ত্বিক পল তুর্নাল দক্ষিণ ফ্রান্সের গুহায় পাওয়া নিদর্শনগুলি বর্ণনা করতে গিয়ে প্রথম Pré-historique (প্রে-ইস্তোরিক) পরিভাষাটি ব্যবহার করেন। ১৮৩০ খ্রিষ্টাব্দের সময়কালে পরিভাষাটি লিখিত ইতিহাসের পূর্ববর্তী ইতিহাস নির্দেশ করতে ফ্রান্সে ব্যবহার হওয়া শুরু হয়। ১৮৫১ খ্রিষ্টাব্দে ড্যানিয়েল উইলসন এটি ইংরেজি ভাষায় উপস্থাপন করেন।



Discussion

No Comment Found

Related InterviewSolutions