InterviewSolution
Saved Bookmarks
| 1. |
‘প্রহর’ বলতে কত সময় বােঝায়? |
| Answer» TION:সময়ের পুরোনো দেশী একক। অষ্টপ্রহর মানে একদিন। অতএব এক প্রহর তিন ঘণ্টা।সম্ভতঃ প্রহর ব্যবস্থায় দিন সকাল ছয়টায় (৬ ঘটিকায়) আরম্ভ হত, আর রাত সন্ধে ছটায়। অতএব প্রথম প্রহর মানে ৬টা থেকে ৯টা, দ্বিতীয় প্রহর মানে ৯টা থেকে ১২টা, তৃতীয় প্রহর মানে ১২টা থেকে ৩টে আর চতুর্থ প্রহর মানে ৩টে থেকে ৬টা।রাতের চারটি প্রহর নিয়ে কখন কে জাগে সেসম্বন্ধে প্রচলিত কথা:"প্রথম প্রহরে সবাই জাগে, দ্বিতীয় প্রহরে ভোগী।তৃতীয় প্রহরে তস্কর জাগে চতুর্থ প্রহরে যোগী।" | |