1.

Read the passage - using your own words as far as possible:-নিচের অংশটি ভাল করে পড়ে প্রদত্ত প্রশ্নগুলির ঠিকমত উত্তর নিজের ভাষায় লেখ :-অজন্তা গুহার দেওয়াল চিত্রগুলির সামান্যই আজ বর্তমান। গুহাগুলি অবশ্যই আছে। কিন্তু যেফ্রেস্কো বা দেয়াল চিত্রগুলির জন্য অজন্তার বিশ্ব জোড়া খ্যাতি, সেগুলি আজ আক্ষরিক অর্থেইদুর্দশাগ্রস্ত। ধ্বংসের মুখে। সর্বনাশটি ঘটেছে মাত্র গত দুশাে বছরে। ১৮১৭ খৃঃ গুহাগুলি একদলইংরেজ সৈনিকের নজরে পড়ার পরে। অথচ তার আগে যে গুহাগুলি সম্পূর্ণ লােকচক্ষুর আড়ালে ছিলএমন নয়। অজন্তার মাত্র কয়েকমাইল দূরে ফর্দাপুর গ্রাম। গ্রামের সবাই জানত গুহাগুলির দেয়ালে চোখজুড়ানাে চিত্রগুলির কথা। প্রচলিত ছিল চমৎকার এক গল্পও। অনেক কাল আগেকার কথা। স্বর্গেরদেবদেবরা দেবরাজ ইন্দ্রের কাছে প্রার্থনা জানালেন যে একদিন তারা সবাই মিলে মর্তে বেড়াতেযাবেন। ইন্দ্র তাদের প্রার্থনা মঞ্জুর করে বললেন কিন্তু মনে রেখাে রাত ভাের হবার আগেই ফিরেআসতে হবে। সম্মত হয়ে স্বর্গের গন্ধর্ব, কিন্নর অপ্সরা দল বেঁধে হাওয়ায় ভেসে চলতে চলতে নেমেএলেন মর্তের এই অজন্তা গুহায়। স্থানটি তাদের খুব পছন্দ হল। বাগােড়া নদীর কাকচক্ষু জলে স্নানকরে আনন্দে মেতে উঠল সবাই।ইতি মধ্যে কখন যে রাত কেটে অন্ধকার ফিকে হতে শুরু করেছে, গুহার ভেতর কেউ বিন্দুমাত্রটের পায়নি। শেষে এক সময় ডেকে উঠল ভােরের পাখি। ভয়ানক চমকে উঠল সবাই। কিন্তু ততক্ষণেস্বর্গের দরজা বন্ধ। অগত্যা যে যেখানে ছিলেন সেভাবেই বন্দী হয়ে গেলেন গুহার দেওয়ালে। কেউছবি কেউ পাথর।হয়তাে প্রচলিত এই গল্পের কারণেই গুহার দেয়াল চিত্রগুলির সামান্যতম ক্ষতি স্থানীয় মানুষেরাকখনাে করেননি। সেটা শুরু হল তথাকথিত শিক্ষিত সম্প্রদায়ের আনাগােনা শুরু হতে। যতদিনগুহাগুলি আরক্ষিত ছিল ততদিন তাে হয়েছেই। তারপর যথােপযুক্ত সংরক্ষণের ব্যবস্থা হবার পরেওসেই অবস্থার বিশেষ উন্নতি হয়েছে এমন নয়। বরং সুরক্ষার নামে বেশ কিছু ছবির সর্বনাশ ঘটানােহয়েছে।অজন্তার মূল আকর্ষণ ফ্রেস্কোগুলি আজ তাই দর্শকের কাছে ধরা ছোঁয়ার বাইরে বলা যায়।অথচ অজন্তার এই বিশ্বজোড়া খ্যাতি এই ফ্রেস্কোগুলির জন্যই। প্রাচীন ভারতের চিত্রকলার এতবড়ভাণ্ডার আর কোথাও নেই। এই চিত্রগুলির টানেই দেশ বিদেশ থেকে ছুটে এসেছেন শিল্পকলা রসিকবৃন্দ।দিনের পর দিন পড়ে থেকে তারা এই ছবিগুলির অনুলিপি করেছেন। ফিরে গিয়ে বইও লিখেছেনঅনেকে। বাংলার দুই বিখ্যাত চিত্রশিল্পী মুকুল দে ও অসিত হালদার তাদের মধ্যে অন্যতম।প্রশ্ন :-(i)অজন্তা গুহার খ্যাতি কিসের জন্য ?(ii) সেই গুহাগুলি আজ দুর্দশাগ্রস্ত কেন ?(iii) প্রচলিত গল্পটি কি ছিল ?(iv) এই গুহার টানে কারা এসেছেন ? তারা কি করেছেন ?(v) বাংলা থেকে কারা সেখানে গিয়েছিলেন ? please solve this questions​

Answer» COULD you PLEASE TRANSLATE


Discussion

No Comment Found