1.

* সুলতান মামুদের ১৭ বার ভারত আক্রমণের পিছনে প্রকৃত কারণ কী ছিল বলে তােমার মনে হয়? (৭০/৮০টি শব্দে লেখ)​

Answer» <html><body><p>সুলতান মাহমুদ সবুক্তগিন নামে এক মামলুক সেনাপতির সন্তান ছিলেন। সবুক্তগিন সামানিদ রাজ্যের অন্তর্ভুক্ত ছিলেন এবং সামানিদরা দুর্বল হয়ে পড়লে সবুক্তগিন স্বাধীন হয়ে পড়েন। সুলতান মাহমুদের রাজা হবার সাথে অশোকের রাজা হবার মিল আছে। মৃত্যুকালে সবুক্তগিন সাধারণ নারীর পুত্র অথচ রণকুশলী মাহমুদকে বাদ দিয়ে অভিজাত নারীর পুত্র ছোট ছেলে ইসমাইলকে রাজত্ব দিয়ে যান। মাহমুদ যুদ্ধক্ষেত্র থেকে ফিরে এসে বিদ্রোহ করেন আর ভাইকে উৎখাত করে যাবজ্জীবন কারদণ্ড দিয়ে নিজে রাজা হোন।</p></body></html>


Discussion

No Comment Found

Related InterviewSolutions