Explore topic-wise InterviewSolutions in .

This section includes InterviewSolutions, each offering curated multiple-choice questions to sharpen your knowledge and support exam preparation. Choose a topic below to get started.

1.

নীচের কোন হরমোন জোড়টি পরস্পরের বিপরীতধর্মী প্রভাব দেখায় না?A. ইনসুলিন ও গ্লুকান।B. অ্যালডোস্টেরন ও অ্যাট্রিয়াল ন্যাটিইউরেটিক ফ্যাক্টর।C. রিল্যাক্সিন ও ইনহিবিনD.  প্যারাথহরমোন ও ক্যালসিটোনিন

Answer» Correct Answer - B
2.

নীচের কোন্ বিবৃতিটি সঠিক নয়?A. গ্লুকাগন অগ্ন্যাশয় থেকে নিঃসৃত হয়B. ডিম্বাশয় থেকে অ্যান্ড্রোজেন উৎপন্ন হয়।C. থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন নিঃসৃত হয়।D. পিটুইটারি গ্রন্থি থেকে অক্সিটোসিন নিঃসৃত হয়।

Answer» Correct Answer - B
3.

নীচের হরমনগুলির উৎস ও কাজের সঠিক জোড়টি নির্ণয় কর।A. প্রোজেস্টেরন—পীতগ্রন্থি, বৃদ্ধি ও স্ত্রীদেহের গৌণ যৌন অঙ্গের কার্যকারিতায় উদ্দীপনা জোগায়।B.  অ্যাট্রিয়াল ন্যাট্রিইরেটিক ফ্যাক্টর-নিলয়ের প্রাচীর, রক্তচাপ বৃদ্ধি করে।C. অক্সিটোসিন—পশ্চাৎ পিটুইটারি, স্তনগ্রন্থির বৃদ্ধি নিয়ন্ত্রন করেD. মেলাটোনিন পিনিয়াল গ্রন্থি, ঘুম-জাগরণ চক্ৰ (sleep-wake cycle)-এর স্বাভাবিক ছন্দ নিয়ন্ত্রণ করে।

Answer» Correct Answer - D
4.

লড়াই অথবা পলায়ন পেশি বিক্রিয়া যার সক্রিয়তায় ঘটে, তা-A. অ্যাড্রিনাল মেডালা থেকে নিঃসৃত এপিনেফ্রিন ও নর-এপিনেফ্রিনের ক্ষরণ বৃদ্ধিB.  অগ্ন্যাশয়ের দ্বারা রক্তে শর্করার মাত্রা হ্রাস পাওয়াC. প্যারাথাইরয়েড গ্রন্থির বিপাক হার বৃদ্ধি করা।D. বৃক্কের রেনিন অ্যানজিওটেনসিন-অ্যালডোস্টেরন পথে চাপ সৃষ্টি

Answer» Correct Answer - A
5.

বেশিরভাগ হরমোনের স্নায়বিক নিয়ন্ত্রণ ঘটে যার দ্বারা, তা হল-A. থ্যালামাসB. হাইপোথ্যালামাসC.  লঘুমস্তিষ্কD. সুষুম্নাকাণ্ড

Answer» Correct Answer - B
6.

প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে গ্রোথ হরমোনের অধিক ক্ষরণ হলেও উচ্চতার বুদ্ধি ঘটে না , কারণ-A. বয়ঃসন্ধির পর এপিফাইসয়াল প্লেট বন্ধ হয়ে যায়।B. প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে অস্থি গ্রোথ হরমোনের প্রতি সংবেদনশীলতা হারায়C. জন্মের পর মাংসপেশি আকারে বৃদ্ধি পায় না।D.  প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে গ্রোথ হরমোন নিষ্ক্রিয় হয়ে যায়

Answer» Correct Answer - A
7.

শূন্যস্থান পূরণ করো ডিম্বাশয়ের - -- অংশ থেকে প্রোজেস্টেরন হরমোনের ক্ষরণ ঘটে।A.  শ্বেত-আবরকB.  গ্রাফিয়ান ফলিকলC. করপাস লিউটিয়াম।D. আন্তরকোশ

Answer» Correct Answer - C
8.

শূন্যস্থান পূরণ করো ADH-এর অল্প ক্ষরণে ঘটা রোগটি হল -----A.  রক্তাল্পতাB.  বহুমূত্ৰতাC. মধুমেহD. টিটেনি

Answer» Correct Answer - B
9.

শূন্যস্থান পূরণ করো পরিণত বয়স্কদের STH-এর অধিক ক্ষরণে - রোগ ঘটে।A.  অ্যাক্রোমেগালিB. মিক্সিডিমাC. জায়গ্যানটিজমD. ডোয়ারফিজম

Answer» Correct Answer - A
10.

CAMP নীচের সেটির ক্ষেত্রে গৌণ দুতরূপে কাজ করে, তা হল-A. GHB.  থাইরক্সিনC. ইনসুলিনD. FSH

Answer» Correct Answer - D
11.

নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি গ্লুকাগন ক্ষরণ করে?A. আইলেটস্ অফ ল্যাঙ্গারহ্যান্স-এর বিটা কোশB.  আইলেটস্ অফ ল্যাঙ্গারহ্যান্স-এর আলফা কোশC. অ্যাডিনোহাইপোফাইসিস-এর অ্যাসিডোফিলিক কোশ।D. অ্যাডিনোহাইপোফাইসিস-এর বেসোফিলিক কোশ

Answer» Correct Answer - B
12.

নীচের কোন্ হরমোনটি অন্য কোথাও সংশ্লেতি হয়ে প্রভুগ্রন্থিতে সঞ্চিত ও তা থেকে নিঃসৃত হয়?A. মেলানোসাইট স্টিমুলেটিং হরমোনB. অ্যান্টি-ডাইইউরেটিক হরমোনC. লিউটিনাইজিং হরমোনD. প্রোল্যাকটিন

Answer» Correct Answer - B
13.

মানবদেহে হরমোনের কাজ সম্পর্কে কোন বক্তব্যটি সঠিক?A. স্ত্রীদেহে FSH সর্বপ্রথম ডিম্বাশয়ের কেশপর্দায় থাকা গ্রাহকের সঙ্গে যুক্ত হয়।B. FSH ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন নিঃসরণ উদ্দীপিত করে।C. অগ্ন্যাশয়ের আইলেটস্ অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোশ থেকে গ্লুকাগন নিঃসৃত হয় এবং গ্লাইকোজেনোলাইসিস পদ্ধতিকে উদ্দীপিত করেD.  বার্ধক্যের সঙ্গে থাইমোসিনের ক্ষরণ উদ্দীপিত হয়

Answer» Correct Answer - B
14.

মানুষের ভ্রুনাবস্থায় মস্তিষ্কের সুগঠনে সহায়ক হরমোন হল—A. থাইরক্সিনB.  টাইরোসিনC. প্রোজেস্টেরনD.  গ্যাস্ট্রিন

Answer» Correct Answer - A
15.

প্যারাথরমোনের ক্ষরণস্থল হল—A. থাইরয়েড গ্রন্থিB. অগ্ন্যাশয় গ্রন্থিC.  পিনিয়াল গ্রন্থিD. প্যারাথাইরয়েড গ্রন্থি

Answer» Correct Answer - D
16.

গ্লুকোকটিকয়েড হরমোনের প্রকৃতি হল-A. প্রোটিনB. লিপিডC. স্টেরয়েডD. শর্করা

Answer» Correct Answer - C
17.

ইনসুলিন হরমোনের ক্ষরণস্থল হল—A. বৃক্কB. অগ্ন্যাশয়C. পিত্তাশয়D. ডিম্বাশয়

Answer» Correct Answer - B
18.

অগ্ন্যাশয় থেকে নিঃসৃত হরমোনগুলি হল—A.  ACTHB. অক্সিটোসিনC. LH এবং FSHD.  ইনসুলিন এবং গ্লুকাগন

Answer» Correct Answer - D
19.

দেহের তাপমাত্রা বৃদ্ধির ফলে কোন্ কেন্দ্রটি প্রভাবিত হয়?A.  অগ্র হাইপোথ্যালামাস।B. পশ্চাৎ হাইপোথ্যালামাসC. পেশিতন্ত্রD. লোহিত স্নায়ুকেন্দ্র

Answer» Correct Answer - A
20.

নিম্নলিখিত কোন গ্রন্থিটি রক্তে ক্যালশিয়ামের মাত্রার জন্য দায়ী?A. থাইমাসB.  প্যানক্রিয়াসC. প্যারাথাইরয়েডD. অ্যাড্রিনাল

Answer» Correct Answer - C
21.

নিম্নলিখিত কোনটির স্বল্প ক্ষরণে রক্তে ক্যালশিয়ামের পরিমাণ কমে যায় ?A. প্যারাথাইরয়েড হরমোনB. ক্যালসিটোনিনC.  থাইরক্সিন।D. অ্যাড্রিনালিন

Answer» Correct Answer - A
22.

গ্রেভ বর্ণিত রোগে বৃদ্ধি পায়-A. শ্বাস-প্রশ্বাসB.  BMRC. ওজনD. রক্তচাপ

Answer» Correct Answer - B
23.

নিম্নলিখিত কোনটি একটি মিনারালোকটিকয়েড?A. টেস্টোস্টেরনB. প্রোজেস্টেরনC.  অ্যাড্রিনালিনD. আলডোস্টের

Answer» Correct Answer - D
24.

ক্রেটিনিজমের কারণ হল—A. থাইরয়েড হরমোনের স্বল্প ক্ষরণB. প্যারাথরমোনের স্বল্প ক্ষরণC. থাইরয়েড হরমোনের অধিক ক্ষরণD. প্যারাথরমোনের অধিক ক্ষরণ

Answer» Correct Answer - A
25.

hCG, hPL, ইস্ট্রোজেন ও প্রোজেস্টরন হরমোন উৎপাদন করেA.  ডিম্বাশয়B. অমরা।C. ফ্যালোপিয়ান নালীD. পিটুইটারি

Answer» Correct Answer - B
26.

গ্রেড বর্ণিত রোগের কারণ হল—A. থাইরয়েড গ্রন্থির হাইপোসিক্রেশনB. থাইরয়েড গ্রন্থির হাইপারসিক্রেশনC.  আড্রিনাল গ্রন্থির হাইপোসিক্রেশন ।D. অ্যাড্রিনাল গ্রন্থির হাইপারসিক্রেশন।

Answer» Correct Answer - B
27.

পশ্চাৎ পিটুইটারি একটি আদর্শ অন্তঃক্ষরা গ্রন্থি নয় কারণ—A. এটি নালিকার সাথে যুক্ত।B. এটি শুধুমাত্র হমোরন সঞ্চয় ও নিঃসরণ করে।C. এটি হাইপোথ্যালামাসের নিয়ন্ত্রাধীন থাকেD. এটি উৎসেচক ক্ষরণ করে।

Answer» Correct Answer - B
28.

একটি পেপটাইড হরমোনের নাম কর যা হেপাটোসাইট, অ্যাডিপেসাইট-এর ওপর ক্রিয়া করে এবং কোশীয় গ্লুকোজ শোষণ ও জারণ ত্বরান্বিত করে।A. ইনসুলিনB. গ্লুকাগনC.  সিক্রেটিনD.  গ্যাস্ট্রিন

Answer» Correct Answer - A