Explore topic-wise InterviewSolutions in .

This section includes InterviewSolutions, each offering curated multiple-choice questions to sharpen your knowledge and support exam preparation. Choose a topic below to get started.

1.

মানুষের বাম ফুসফুস ডান ফুসফুসের তুলনায়A. আকারে বড়োB. আকারে ছোটোC. আকারে অপরিবর্তিতD. ওজনে বেশি

Answer» Correct Answer - B
2.

ফুসফুসের ক্ষুদ্রতম এককটি হল________A. বায়ুথলিB. ক্লোমনালীকাC. শ্বাসনালীD. ক্লোমশাখা

Answer» Correct Answer - A
3.

বায়ুদূষণ-এর ফলে এমফাইসিমার উৎপত্তি হয় ,যা হল -----A. ফুসফুসের যে-কোনো কলা ক্ষতিগ্রস্ত হয় যার ফলে বায়ুথলির সংকোচন-প্রসারণ ক্ষমতা বৃদ্ধি হয়B. বায়ুথলি অথবা অ্যালভিওলাই এর দীর্ঘস্থায়ী ক্ষতি যার কারণে অস্বাভাবিকভাবে শ্বাসক্রিয়ার পৃষ্ঠতলের পরিধি কমে যায়C. শ্বাসনালীর দীর্ঘমেদহী প্রদাহ ও শ্বাসনালী ও তারজালিকা অংশের কোশ সমূহের ক্ষতিসাধন করেD. এক ধরনের আলার্জিক বিক্রিয়া যা শ্বাসনালীর সংকোচন ও প্রসারণ ক্ষমতা বৃদ্ধি করে

Answer» Correct Answer - B
4.

মানুষের যে কার্যে উদরে অবস্থিত পেশি বিশেষভাবে সহায়তা করে তা হলA. গমনB. রেচনC. নিশ্বাসD. পরিপাক

Answer» Correct Answer - C
5.

কার্বন-ডাই-অক্সাইড পরিবহনের সময় সবচেয়ে বেশি H2CO3 কোথায় উৎপন্ন হয়A. রক্তB. RBCC. প্লাজমাD. সেরাম

Answer» Correct Answer - B
6.

100 ml অক্সিজেনেটেড রক্তের মাধ্যমে প্রায় ________ ml CO2পরিবাহিত হয়A. 52.1B. 48.3C. 25.3D. 0

Answer» Correct Answer - B
7.

প্রশ্বাস নিঃশ্বাস এর অন্তর্বর্তী সময়ে ফুসফুস চুপসে যায় না এবং কিছু বায়ু সবসময়ই ফুসফুসে আবদ্ধ থাকে যা কখনই নির্গত হয় না, তা হল ---A. ফুসফুসের একটি ঋণাত্বক চাপ থাকেB. একটি ঋণত্বক অন্তঃপ্লুরা চাপ ফুসফুসের প্রাচীরকে টেনে রাখেC. একটি ঋণত্বক অন্তঃপ্লুরা চাপ থাকেD. ফুসফুসের চাপ বাইরের পরিবেশের বায়ু চাপ অপেক্ষা বেশি

Answer» Correct Answer - B
8.

রক্তে কার্বন ডাইঅক্সাইড প্রধানত যে রূপে পরিবাহিত হয় সেটি হলA. সোডিয়াম কার্বনেটB. কার্বক্সিহিমোগ্লোবিনC. বাইকার্বনেটD. কার্বন ডাইঅক্সাইড

Answer» Correct Answer - C
9.

ফুসফুসের মোট বায়ুধারণ ক্ষমতাA. 2000-4000 mlB. 4000-5000 mlC. 5500-6000 mlD. 1000-2000 ml

Answer» Correct Answer - C
10.

প্রায় 70% কার্বন-ডাই-অক্সাইড রক্ত দ্বারা বিশোষিত হয়ে ফুসফুসে যায় ---A. RBC-এর মধ্যে আবদ্ধ হয়B. কার্বামিনোহিমোগ্লোবিন-রূপেC. বাইকার্বনেট আয়ন-রূপেD. দ্রবীভূত গ্যাসীয় অনুরূপে

Answer» Correct Answer - C
11.

একজন মানুষ বিশ্রামরত অবস্থায় শ্বাসগ্রহণকালে প্রতিটি শ্বাসচক্রে প্রায় 500 ml বায়ু গ্রহণ ও ত্যাগ করে । বায়ুর এই পরিমাণকে বলেA. প্রবাহী বায়ু পরিমাণB. বায়ুধারকত্বC. প্রশ্বাস অতিরিক্ত বায়ু পরিমাণD. নিশ্বাস অতিরিক্ত বায়ু পরিমাণ

Answer» Correct Answer - A
12.

হেঁচকিকে সবচেয়ে ভালো যেভাবে বর্ণনা করা যায় , তা হলA. অতর্কিত সজোরে নিঃশ্বাস ক্রিয়াB. কম্পমান অসম্পূর্ণ প্রশ্বাস ক্রিয়াC. শ্বাসকার্যের সময় তালুর কম্পনD. হজমে গন্ডগোলের লক্ষণ

Answer» Correct Answer - C
13.

যে রোগের ক্ষেত্রে ফুসফুসের অন্তঃপ্রাচীরগাত্রে কয়লার গুঁড়ো সঞ্চিত হয় তা হলA. রাইনাইটিসB. হাঁপানিC. অ্যানথ্রাকোসিসD. বিসিনোসিস

Answer» Correct Answer - C
14.

মানুষের RBC তে দ্রুত কার্বনিক অ্যাসিড (H2CO3) উৎপন্ন হয় যে উৎসেচক এর উপস্থিতিতে তা হলA. কার্বক্সিলেজB. কার্বনিক অ্যানহাইড্রেজC. ফসফাটেজD. সোডিয়াম সিন্থেটেজ

Answer» Correct Answer - B
15.

স্বাভাবিক অবস্থায় অঙ্গসংস্থানিক নিষ্ক্রিয় স্থানের বায়ু পরিমাণ -----A. 230mlB. 210mlC. 190mlD. 150ml

Answer» Correct Answer - D
16.

যে রোগে ফুসফুসের অ্যালভিওলার প্রাচীর বিনষ্ট হওয়ার ফলে অ্যালভিওলাই পৃষ্ঠতলের ক্ষেত্রফল অস্বাভাবিকভাবে কমে যায়, তাকে বলে ---A. অ্যাজমাB. প্লুরেসিC. এমফাইসিমাD. নিউমোনিয়া

Answer» Correct Answer - C
17.

নিম্নলিখিতগুলির মধ্যে শ্বাসরঙ্গক হলA. পিনাগ্লোবিনB. হিমোভ্যানাডিনC. বিলিরুবিনD. লেসিথিন

Answer» Correct Answer - B
18.

স্বাভাবিক প্রশ্বাসের পর যে পরিমাণ বায়ু বলপূর্বক গ্রহণ করা যেতে পারে , তাকে বলে -----A. নিঃশ্বাস ক্রিয়ার অতিরিক্ত বায়ু পরিমাণB. প্রশ্বাস ক্রিয়ার অতিরিক্ত বায়ু পরিমাণC. বায়ুধারকত্বD. প্রশ্বাস ক্ষমতা

Answer» Correct Answer - B
19.

গভীরভাবে শ্বাসগ্রহণের পরে যে পরিমাণ বায়ুকে জোরপূর্বক ত্যাগ করা যেতে পারে , তা হল ----A. প্রশ্বাস ক্রিয়ার অতিরিক্ত বায়ু পরিমাণ ( IRV ) + প্রশ্বাস ক্রিয়ার অতিরিক্ত বায়ু পরিমাণ ( ERV ) + প্রবাহী বায়ু পরিমাণ ( TV ) + অবশিষ্ট বায়ু পরিমাণB. IRV +RV +ERVC. IRV +TV +ERVD. TV + RV +ERV

Answer» Correct Answer - C
20.

মানব শ্বসনতন্ত্রের সংশ্লিষ্ট চিএটিতে A,B,C,D দ্বারা যে যে অংশগুলি দেখানো হয়েছে, নিম্নোক্ত বিকল্প গুলির মধ্যে কোনটি সেগুলির একটি সঠিক কার্য ও চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশ করছে ? A. A: শ্বাসনালী----সম্পূর্ণ তরুণাস্থি প্রযুক্ত নালীবিশেষ , যার মাধ্যমে প্রশ্বাস বায়ু প্রবাহিত হয়B. B: প্লুরা পর্দা ----পঞ্জরাস্থির উভয় দিকে ঘিরে থাকে ঘর্ষণের বিরুদ্ধে সুরক্ষা প্রদানের জন্যC. C: অ্যালভিওলাই---গ্যাসীয় বিনিময় সাহায্যকারী পাতলা বিশিষ্ট থলি সদৃশ গঠনD. D, ফুসফুসের নিম্নপ্রান্ত --- মধ‌্যচ্ছেদা , প্রশ্বাসের সময় এটিকে নিচের দিকে টানে

Answer» Correct Answer - C
21.

নিচের চিত্রটিতে মানব ফুসফুসের একটি ছোটো অংশ দেখানো রয়েছে যেখানে গ্যাসের আদান-প্রদান ঘটছে নিম্নোক্ত বক্তব্য গুলির মধ্যে কোনটি A,BC,D একটি কার্য সঠিকভাবে বর্ণনা করছে ? A. B: লোহিত রক্তকণিকা----প্রধানত কার্বন-ডাই-অক্সাইড পরিবহনB. C: ধমনী সংক্রান্ত জালক ----কলা কোশে অক্সিজেন পরিবহনC. A: বায়ুথলির গহ্বর----- শ্বসন সংক্রান্ত গ্যাসীয় আদান প্রদানের প্রধান কেন্দ্রD. D: জালকের প্রাচীর ---- কার্বন ডাই অক্সাইড ও অক্সিজেনের আদান-প্রদান

Answer» Correct Answer - A