InterviewSolution
Saved Bookmarks
This section includes InterviewSolutions, each offering curated multiple-choice questions to sharpen your knowledge and support exam preparation. Choose a topic below to get started.
| 1. |
নিউরোট্রান্সমিটারের গ্রাহকগুলি উপস্থিত থাকে―A. প্রি-সাইন্যাপটিক মেমব্রেনেB. অ্যাক্সনের প্রান্তেC. পোস্ট-সাইন্যাপটিক মেমব্রেনেD. সাইন্যাপটিক ভেসিকলের মেমব্রেনে |
|
Answer» Correct Answer - C |
|
| 2. |
ফোরামেন ম্যাগনাম অবস্থিত―A. মুখগহ্বরেB. খুলির গোড়ায়C. বাম অলিন্দেD. কশেরুকায় |
|
Answer» Correct Answer - B |
|
| 3. |
সাইন্যাপটিক ভেসিকল উপস্থিত থাকে ―A. প্রিসাইন্যাপটিক নিউরোনB. পোস্টসাইন্যাপটিক নিউরোনC. সাইন্যাপটিক ক্লেফট-এD. ওপরের কোনোটিতেই নয় |
|
Answer» Correct Answer - A |
|
| 4. |
একজন ব্যক্তি একটি ফাঁকা ঘরে ঢুকতে গিয়ে দরজার সামনে সাপ দেখতে পেলেন। নিম্নলিখিত স্নায়বিক ও হরমোনজনিত ঘটনাগুলির মধ্যে কোনটি এক্ষেত্রে ঘটবে?A. মস্তিষ্কের হাইপোথ্যালামাস প্যারাসিমপ্যাথেটিক বিভাগকে সক্রিয় করবেB. সিমপ্যাথেটিক স্নায়ুতন্ত্র সক্রিয় হয়ে অ্যাড্রিনাল কর্টেক্স থেকে এপিনেফ্রিন এবং নর-এপিনেফ্রিন হরমোন নিঃসরণ করবেC. সিমপ্যাথেটিক স্নায়ুতন্ত্র সক্রিয় হয়ে অ্যাড্রিনাল মেডালা থেকে এপিনেফ্রিন এবং নর-এপিনেফ্রিন হরমোন নিঃসরণ করবেD. নিউরোট্রান্সমিটার দ্রুত সাইন্যাপটিক ক্লেফট এর মধ্যে দিয়ে স্নায়ুসংবেদ পরিবহন করবে |
|
Answer» Correct Answer - C |
|
| 5. |
কোনো উদ্দীপনা বর্ধক নিউরোট্রান্সমিটারটি মূলত স্নায়ুপেশি সন্ধিস্থলে সংবেদ(impulse) পরিবহনের সঙ্গে যুক্ত ?A. এপিনেফ্রিনB. সেরোটোনিনC. অ্যাসিটাইলকোলিনD. গ্লাইসিন |
|
Answer» Correct Answer - C |
|
| 6. |
নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারসাম্যমূলক অঙ্গ?A. অরগ্যান অফ কর্টিB. ককলিয়াC. ভেস্টিবিউবুলার অঞ্চলD. ওপরের প্রত্যেকটি |
|
Answer» Correct Answer - C |
|
| 7. |
নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি প্রকৃত চেষ্টীয় স্নায়ু ?A. ভেগাসB. ফেসিয়ালC. অ্যাবডুসেন্সD. ট্রাইজেমিনাল |
|
Answer» Correct Answer - C |
|
| 8. |
নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি শুধুমাত্র প্রতিরোধী (inhibitory) নিউরোট্রান্সমিটার হিসাবে কাজ করে ?A. নরএপিনেফ্রিনB. গামা অ্যামিনো বিউটাইরিক অ্যাসিডC. অ্যাসিটাইলকোলিনD. ডোপামিন |
|
Answer» Correct Answer - B |
|
| 9. |
সঠিক উত্তরটি বেছে নাও।A. নসিসেপটর (Nociceptors) চাপ পরিবর্তনে সাড়া দেয়B. মেইজনার-এর কণিকা হল উষ্ণতা গ্রাহকC. মানব চক্ষুর আলোক গ্রাহক অন্ধকারে ডিপোলারাইডজ এবং আলোর উপস্থিতিতে হাইপারপোলারাইডজ হয়D. গ্রাহক পর্যায়ক্রমিক বিভব সৃষ্টি করে না |
|
Answer» Correct Answer - C |
|
| 10. |
সাইন্যাপসের মধ্যে দিয়ে স্নায়বিক সংবেদ পরিবহনের সময় সাইন্যাপটিক ভেসিকলগুলি থেকে আয়ন (Q) এর প্রভাবে নিউরোট্রান্সমিটার (P) মুক্ত হয়। সঠিক P ও Q নির্বাচন করো।A. P= অ্যাসিটাইলকোলিন, Q=Ca^2+B. P= অ্যাসিটাইলকোলিন, Q=Na^+C. P= GABA, Q=Na^+D. P= কোলিনএস্টারেজ, Q=Ca^2+ |
|
Answer» Correct Answer - A |
|
| 11. |
যথেষ্ট পরিমাণে ক্যারোটিন সমৃদ্ধ খাদ্য গ্রহণ করলে দৃষ্টি শক্তি ভালো থাকে। নীচের মন্তব্যগুলি থেকে সঠিক বিকল্পটি বেছে নাও।ক্যারোটিন থেকে ভিটামিন A-এর উপজাত দ্রব্য তৈরি হয়আলোক রঙ্গকগুলি অন্তঃস্থ খন্ডকের ডিস্কের পর্দায় প্রোথিত থাকেরেটিনল হল ভিটামিন A-এর উপজাত দ্রব্যদর্শন এর সঙ্গে যুক্ত সকল আলোকরঙ্গকের আলোকশোষী অংশ হল রেটিনলA. (a), (c), এবং (d)B. (a) এবং (c)C. (b), (c) এবং (d)D. (a) এবং (b) |
|
Answer» Correct Answer - A |
|
| 12. |
নীচের ক্ষেত্রে মানব চক্ষুর চারটি অংশ- A,B,C,D চিহ্নিত করা হয়েছে। যে বিকল্পটিতে সঠিক শনাক্তকরণ, কার্য/বৈশিষ্ট্য দেওয়া আছে সেটি নির্বাচন করো।A. A: রেটিনা― আলোকসংবেদী কোশযুক্ত―রড ও কোন কোশB. B: অন্ধবিন্দু― অল্প রড ও কোন কোশসম্পন্নC. C: অ্যাকোয়াস প্রকোষ্ঠ―লেন্সের মধ্যে দিয়ে যেতে পারে না যে আলো, তার প্রতিফলন ঘটায়D. D: কোরয়েড― এর ওপরের অংশগুলি সিলিয়ারি বডি গঠন করে |
|
Answer» Correct Answer - A |
|
| 13. |
মস্তিষ্কের ইলেকট্রিক প্রোটেনশিয়াল (তড়িৎ বিভব) নথিভুক্ত করা হয় যার দ্বারা―A. CT scanB. স্ফিগমোম্যানোমিটারC. ECGD. EEG |
|
Answer» Correct Answer - D |
|
| 14. |
সিমপ্যাথেটিক স্নায়ুতন্ত্রগুলির উৎপত্তি এবং তাদের স্নায়ুগ্রন্থিগুলির অবস্থান চিহ্নিত করো―A. সুষুম্নাকাণ্ডের থোরাকোলাম্বার অংশ থেকে উৎপন্ন হয়ে তারা মেরুদন্ডের পাশে স্নায়ুগ্রন্থি তৈরি করেB. সুষুম্নাকাণ্ডের থোরাকোসারভাইক্যাল অংশ থেকে উৎপন্ন হয়ে তারা মেরুদন্ডের পাশে স্নায়ুগ্রন্থি তৈরি করেC. সুষুম্নাকাণ্ডের ক্রেনিওস্যাক্রাল অংশ থেকে উৎপন্ন হয়ে তারা কারক অঙ্গের নিকটে স্নায়ুগ্রন্থি তৈরি করেD. সুষুম্নাকাণ্ডের থোরাকোলাম্বার অংশ থেকে উৎপন্ন হয়ে তারা কারক অঙ্গের নিকটে স্নায়ুগ্রন্থি তৈরি করে |
|
Answer» Correct Answer - A |
|
| 15. |
নিম্নলিখিত কোন অংশটি মধ্যকর্ণের টিম্প্যানিক মেমব্রেনের সাথে জুড়ে থাকেA. মেলিয়াসB. ইনকাসC. স্টেপিসD. অ্যাট্রিক্যাল |
|
Answer» Correct Answer - A |
|
| 16. |
কোনটি প্রতিবর্ত ক্রিয়া নয় ?A. লালাক্ষরণB. চোখ খোলা ও বন্ধ হওয়াC. ব্যাঙের পায়ে সূচ ফোটানোর জন্য সাড়াD. ঘর্মক্ষরণ |
|
Answer» Correct Answer - D |
|
| 17. |
পীতবিন্দুকে বলে―A. ফোবিয়া সেন্ট্রালিসB. ম্যাকুলা লুটিয়াC. ব্লাইন্ড স্পটD. বিটট স্পট |
|
Answer» Correct Answer - B |
|
| 18. |
সেরিব্রোস্পাইনাল ফ্লুইড অবস্থান করে―A. কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রেB. শ্বসনতন্ত্রেC. জননতন্ত্রেD. অন্তঃক্ষরা তন্ত্রে |
|
Answer» Correct Answer - A |
|
| 19. |
যে ধরনের প্রতিবর্ত চাপ দুটি নিউরোন বা স্নায়ুকোশ দ্বারা গঠিত, তাকে বলে―A. একসন্ধি প্রতিবর্ত চাপB. দ্বি-সন্ধি প্রতিবর্ত চাপC. বহুসন্ধি প্রতিবর্ত চাপD. অসন্ধি প্রতিবর্ত চাপ |
|
Answer» Correct Answer - A |
|
| 20. |
মস্তিষ্কের যে অংশ ক্ষুদা এবং তৃষ্ণার কেন্দ্র, তা হল―A. গুরুমস্তিষ্কB. হাইপোথ্যালামাসC. লঘুমস্তিষ্কD. মেডালা অবলংগাটা |
|
Answer» Correct Answer - B |
|
| 21. |
প্রতিবর্ত চাপের মধ্যে স্পন্দনপ্রবাহ সর্বদাই―A. একমুখীB. দ্বিমুখীC. বহুমুখীD. উভমুখী |
|
Answer» Correct Answer - A |
|
| 22. |
দেহের ভারসাম্যের সাথে সম্পর্কযুক্ত অংশগুলি দেখা যায়―A. অগ্রমস্তিষ্কেB. মধ্যমস্তিষ্কেC. অন্তঃকর্ণেD. বহিঃকর্ণে |
|
Answer» Correct Answer - C |
|
| 23. |
আক্রমণ বা পলায়ন প্রতিক্রিয়ার প্রভাবে উদ্দীপ্ত হয়―A. প্যারাথাইরওয়েড গ্রন্থিগুলি যার ফলে বিপাকীয় হার বৃদ্ধি পায়।B. বৃক্ক ফলে রেনিন অ্যানজিওটেনসিন-অ্যালডেস্টেরণ পথ ব্যবহৃত হয়C. অ্যাড্রিনাল মেডালা, ফলে এপিনেফ্রিন ও নর-এপিনেফ্রিন ক্ষরণ বৃদ্ধিD. অগ্ন্যাশয় যার ফলে রক্তশর্করার মাত্রা হ্রাস পায় |
|
Answer» Correct Answer - C |
|
| 24. |
হৃদপিণ্ডের কাজে প্যারাসিমপ্যাথেটিক স্নায়বিক সংকেত কীভাবে প্রভাব বিস্তার করে?A. হৃদগতির হার ও হার্দ-উৎপাদ দুটোই বৃদ্ধি পায়B. হার্দ-উৎপাদ হ্রাস পায় কিন্তু হৃদগতির হার বৃদ্ধি পায়C. হৃদগতির হার ও হার্দ-উৎপাদ দুটোই হ্রাস পায়D. হার্দ-উৎপাদে কোনোরকম প্রভাব না ফেলে হৃদগতির হার বৃদ্ধি পায় না |
|
Answer» Correct Answer - C |
|
| 25. |
চক্ষুর যে অংশে স্নায়ুযুক্ত তা হল―A. কোরয়েডB. শ্বেতমন্ডলC. রেটিনাD. কর্নিয়া |
|
Answer» Correct Answer - C |
|
| 26. |
হাইপোথ্যালামাসের আঘাতের ফলে যে কাজ ব্যাহত হয়, তা হলA. কার্যনির্বাহী কাজ যেমন―সিদ্ধান্ত গ্রহণB. দেহতাপমাত্রা নিয়ন্ত্রণC. স্বল্পস্থায়ী স্মৃতিD. গমনের সময়ে সমন্বয়সাধন |
|
Answer» Correct Answer - B |
|