1.

"জনগণে যাঁরা জোঁক-সম শোষে তারে মহাজন কয়,সন্তান-সম পালে যারা জমি, তারা জমিদার নয়!" - এই পংক্তি দু'টি লিখেছেন1. সুকান্ত ভট্টাচার্য2. নজরুল ইসলাম3. রবীন্দ্রনাথ ঠাকুর4. এঁদের কেউই নন

Answer» Correct Answer - Option 2 : নজরুল ইসলাম

"জনগণে যাঁরা জোঁক-সম শোষে তারে মহাজন কয়,

সন্তান-সম পালে যারা জমি, তারা জমিদার নয়!" - এই পংক্তি দু'টি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের রচনা 'ফরিয়াদ' কবিতার অংশ

কাজী নজরুল ইসলাম বিংশ শতাব্দীর অন্যতম অগ্রণী কবি, সাংবাদিক, নাট্যকার, ঔপন্যাসিক, সঙ্গীতজ্ঞ ও দার্শনিক যিনি বাংলা কাব্যে অগ্রগামী ভূমিকা পালনের পাশাপাশি বাংলার সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রে অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব রূপে বরেণ্য এবং অবিভক্ত বাংলার বাঙালি মনীষার এক অনন্য নিদর্শন। তাঁর কবিতায় বিদ্রোহী দৃষ্টিভঙ্গির কারণে তিনি 'বিদ্রোহী কবি' রূপে আখ্যায়িত। তাঁর কবিতার মূল বিষয়বস্তু ছিল মানুষের উপর করা অত্যাচারের প্রতিবাদ তথা সামাজিক অনাচার ও শোষণের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ।



Discussion

No Comment Found

Related InterviewSolutions