Answer» Correct Answer - Option 4 : উপরের কোনটিই নয়
- সত্যেন্দ্রনাথ দত্ত - এর 'হসন্তিকা' কাব্যগ্রন্থটি ১৯১৭ খ্রিস্টাব্দে রচিত।
- 'হসন্তিকা' উৎসর্গ করা হয় প্রমথ চৌধুরীকে
- তাঁর কবিতায় ছন্দের কারুকাজ, শব্দ ও ভাষা যথোপযুক্ত ব্যবহারের কৃতিত্বের জন্য তাঁকে 'ছন্দের যাদুকর' নামে আখ্যায়িত করা হয়। মধ্যযুগে ভারতের ইতিহাস, সংস্কৃতি, পৌরাণিক প্রভৃতি বুদ্ধি-বৃত্তিবিষয়ক বিভিন্ন বিষয়ে তিনি ছিলেন সিদ্ধহস্তের অধিকারী। বাংলা শব্দের সঙ্গে আরবি-ফার্সি শব্দের সমন্বিত ব্যবহার করে বাংলা কাব্যভাষার শক্তি বৃদ্ধির প্রাথমিক কৃতিত্বের অধিকারী। সত্যেন্দ্রনাথের কাব্যগ্রন্থের মধ্যে 'বেণু ও বীণা'(১৯০৬), 'ফুলের ফসল'(১৯১১), 'কুহু ও কেকা'(১৯১২), 'তুলির কারণ'(১৯১৪), 'অভ্র-আবীর' (১৯১৬), 'হসন্তিকা' (১৯১৭), 'বেলা শেষের গান' (১৯২৩) অন্যতম।
|