Answer» Correct Answer - Option 2 : বিদেশী শব্দ
'আতা' ও 'আচার' শব্দ দুটি হল বিদেশী শব্দ। - যেসব শব্দ এদেশের বাইরের কোনো ভাষা থেকে বাংলায় এসেছে সেগুলোকে বিদেশী শব্দ বলা হয়। যেমন – পর্তুগিজ শব্দ 'আতা' ও 'আচার' বাংলা শব্দভান্ডারে এসেছে।
- যেসব সংস্কৃত শব্দ বাংলায় এসে বাঙালির উচ্চারণে কিছুটা পরিবর্তন ও বিকৃতি লাভ করেছে, সেগুলোকে অর্ধতৎসম বা ভগ্নতৎসম শব্দ বলা হয়। যেমন – কৃষ্ণ > কেষ্ট, নিমন্ত্রণ > নেমন্তন্ন।
যেসব শব্দ সংস্কৃত থেকে সোজাসুজি বাংলায় আসেনি, মধ্যবর্তী পর্বে প্রাকৃতের মাধ্যমে পরিবর্তন লাভ করে বাংলায় এসেছে তাদের তদ্ভব শব্দ বলা হয়। তৎ = সংস্কৃত, ভব=উৎপন্ন অর্থাৎ তদ্ভব কথাটির অর্থ সংস্কৃত থেকে উৎপন্ন। যেমন – (সংস্কৃত) ইন্দ্রাগার >( প্রাকৃত) ইন্দাআর > (বাংলা) ইন্দারা। বঙ্গদেশের প্র্রাচীনতম অধিবাসী কোল, ভিল প্রভৃতি অনার্যজাতির ভাষা থেকে যেসব শব্দ বাংলা ভাষায় এসেছে সেগুলোকে দেশী শব্দ বলে।যেমনঃ কুলো, কুকুর, খোকা,
|