1.

শহীদ স্মরণার্থ দিবস > শহীদদিবস - এটি কোন্ সমাস ?1. দ্বন্দ্ব সমাস2. তৎপুরুষ সমাস3. কর্মধারয় সমাস4. দ্বিগু সমাস

Answer» Correct Answer - Option 3 : কর্মধারয় সমাস

শহীদ স্মরণার্থ দিবস > শহীদদিবস - এটি কর্মধারয় সমাসের উদাহরণ।

  • যে সমাসে বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্যভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয়, তাকে কর্মধারয় সমাস বলে। অর্থাৎ এই সমাসে পূর্বপদটি পরপদের বিশেষণরূপে ব্যবহৃত হয় এবং পরপদের অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয়।
  • উপরিউক্ত উদাহরণটি মধ্যপদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ, এক্ষেত্রে ব্যাসবাক্যের মধ্যপদের লোপ হয়, তাই তাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলে। যেমন- শহীদ স্মরণার্থ দিবস > শহীদদিবস, মধ্যপদটি লোপ পেয়ে নতুন পরপদের গঠন হয়েছে।


Discussion

No Comment Found

Related InterviewSolutions