1.

'শিরে সংক্রান্তি' এই বাগ্ধারাটির অর্থ হল1. সংক্রান্তির আগমন2. বিপদ মুক্ত3. আসন্ন বিপদ4. মাথায় বোঝা

Answer» Correct Answer - Option 3 : আসন্ন বিপদ

শিরে সংক্রান্তি এই বাগধারাটির অর্থ হল আসন্ন বিপদ।

বাগধারা শব্দের আভিধানিক অর্থ কথার বচন ভঙ্গি বা ভাব । বাক্য বা বাক্যাংশের বিশেষ প্রকাশভঙ্গিকে বলা হয় বাগধারা। এই শব্দগুলি ব্যাকরণগত বা আভিধানিক অর্থ মাত্র প্রকাশ করে না, বরং অন্তর্নিহিত ভাব বা অর্থই প্রধান। এ জাতীয় শব্দ সমষ্টিকেই বাগধারা বা বাগ্বিধি বলা হয়ে থাকে। বাগ্ধারায় প্রায়শই বাচ্যর্থ হয় না, লক্ষার্থে বা শব্দার্থই এর অন্তর্গত ভাবকে প্রকাশ করে।
 
 



Discussion

No Comment Found

Related InterviewSolutions