1.

"বাংলাদেশের দেশী মানুষ ! বিদ্যাসাগর ! বীর !বীরসিংহের সিংহশিশু ! বীর্য্য়ে সুগম্ভীর !"পংক্তি দুটির রচয়িতা হলেন1. অন্নদাশঙ্কর রায়2. যতীন্দ্রমোহন বাগচী3. কাজী নজরুল ইসলাম4. সত্যেন্দ্রনাথ দত্ত

Answer» Correct Answer - Option 4 : সত্যেন্দ্রনাথ দত্ত

ছন্দের জাদুকর কবি সত্যেন্দ্রনাথ দত্ত তাঁর “সাগর তর্পণ” কবিতাতে লিখেছেন বিদ্যাসাগরের প্রয়াণের বিশ বছর পর যেখানে তিনি এই মনীষীর প্রয়াণের অপূরণীয় ক্ষতি বিশ বছরেও পূরণ হয়নি বলেছেন। তিনি লেখেন:-

“বীরসিংহের সিংহশিশু! বিদ‍্যাসাগর!বীর! / উদ্বেলিত দয়ার সাগর,-বীর্যে সুগম্ভীর!''

উনবিংশ শতকের বাঙালি শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও গদ্যকার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শুধু বাংলা ভাষাকে যুক্তিগ্রাহ্য ও সকলের বোধগম্য করে তুলেছিলেন তাই নয়, তিনি ছিলেন বাংলার শিক্ষা ব্যবস্থা এবং বাঙালি সমাজে প্রগতিশীল সংস্কারের একজন অগ্রদূত। স্ত্রী শিক্ষার সূত্রপাত ও বিস্তারে তাঁর অবদান ব্যাপক, শিক্ষাবিস্তার ছাড়াও বিধবা বিবাহ প্রচলনে ও সামগ্রিকভাবে সমাজে নারীদের অবস্থার উন্নতির জন্য তিনি আমৃত্যু ব্রতী ছিলেন। আজ বাঙালি শিশুদের অক্ষরজ্ঞান হয় তাঁর লেখা বর্ণপরিচয় বইয়ের মাধ্যমেই।

সত্যেন্দ্রনাথ দত্ত এক জন কবি ও ছান্দসিক। তাঁর কবিতায় ছন্দের কারুকাজ, শব্দ ও ভাষা যথোপযুক্ত ব্যবহারের কৃতিত্বের জন্য তাঁকে ছন্দের জাদুকর নামে আখ্যায়িত করা হয়। 



Discussion

No Comment Found

Related InterviewSolutions