1.

'গুরু পুচ্ছিঅ জান' এই বাক্যাংশে 'গুরু' কোন্ কারকে, কোন্ বিভক্তি প্রকাশ করে ?1. কর্তৃ কারকে শূন্য বিভক্তি2. করণ কারকে শূন্য বিভক্তি3. কর্ম কারকে শূন্য বিভক্তি4. অপাদান কারকে শূন্য বিভক্তি

Answer» Correct Answer - Option 3 : কর্ম কারকে শূন্য বিভক্তি

'গুরু পুচ্ছিঅ জান' এই বাক্যাংশে 'গুরু' কর্ম কারকে শূন্য বিভক্তি।

  • ''গুরু পুচ্ছিঅ জান' এই বাক্যাংশের অর্থ হল ''গুরুকে জিজ্ঞাসা করে জেনে নাও''।
    • যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পন্ন করে সেই কর্মের সঙ্গে ক্রিয়ার অন্বয়কেই কর্মকারক বলে। এই ক্ষেত্রে 'গুরু; শূন্য বিভক্তি। সাধারণত দুই প্রকার কর্ম কারক থাকে, মুখ্য ও গৌণ। 'কি' প্রশ্নের উত্তরে মুখ্য কর্ম এবং 'কাকে' প্রশ্নের উত্তরে গৌণ কর্ম পাওয়া যায়। উল্লিখিত বাক্যাংশটি চর্যাপদের শ্লোক এবং প্রাচীন বাংলার নিদর্শন। 

 

  • কর্তা যে পদের সাহায্যে ক্রিয়া সম্পাদন করে, ক্রিয়াপদের সঙ্গে তার সম্পর্ককে বলে করণ কারক।
    যেমন - ফুটবল খেলেই দিন কাটালে (করণ কারকে শূন্য বিভক্তি)

  • বাক্যের মধ্যে যা থেকে কোন কিছুর পতন, স্খলন, নিঃসরণ, উৎপাদন, অপসারণ, গ্রহণ, ভীতি, বিচ্ছিন্ন, বা বিশ্লিষ্ট হওয়াকে বোঝায়, ক্রিয়ার সঙ্গে তার সম্পর্কের নাম অপাদান কারক।
    যেমন - বন থেকে বেরোলো টিয়ে।

  • কর্তার কারকই হল কর্তৃ কারক। ক্রিয়ার সঙ্গে 'কে' বা 'কারা' প্রশ্নের উত্তর কে কর্তৃকারক বলা হয়। যেমন- রাজা জয় করেন।



Discussion

No Comment Found

Related InterviewSolutions