InterviewSolution
Saved Bookmarks
| 1. |
"অন্য ভাষার সঙ্গে সংস্রবের কারণেও ধ্বনি পরিবর্তন ঘটে ।" উক্তিটি1. সঠিক 2. আংশিক সঠিক3. সঠিক নয়4. উপরের কোনটিই নয় |
|
Answer» Correct Answer - Option 1 : সঠিক "অন্য ভাষার সঙ্গে সংস্রবের কারণেও ধ্বনি পরিবর্তন ঘটে ।" উক্তিটি সঠিক । বিভিন্ন ভাষার বা একই ভাষার বিভিন্ন শব্দ ও শব্দাংশ (প্রত্যয়, উপসর্গ) মিলে নতুন শব্দ তৈরি হলে তাকে সংকর বা মিশ্র শব্দ বলে । উদাহরণ – ইংরেজি ‘মাস্টার’ শব্দের সঙ্গে বাংলা ‘ঈ’ প্রত্যয় যুক্ত করা হয়ে সৃষ্টি হয়েছে ‘মাস্টারী’ । আবার পর্তুগিজ ‘পাউ’ শব্দের সঙ্গে হিন্দি ‘রোটি’ শব্দ যুক্ত হয়ে সৃষ্টি হয়েছে ‘পাউরুটি’ ইত্যাদি। বৈশিষ্ট্য : i) মিশ্র শব্দ হল ধ্বনি পরিবর্তনের একটি পক্রিয়া। (ii) দুটি শব্দের সঙ্গে মিশ্রণ বা একটি শব্দের সঙ্গে একটি প্রত্যয়ের যোগ সাধিত হয় ।
|
|