1.

বাংলা গদ্যে বিরতি ও যতিচিহ্নের ব্যবহার করেন1. ঈশ্বরচন্দ্র গুপ্ত2. মৃত্যুঞ্জয় বিদ্যালংকার3. অক্ষয়কুমার দত্ত4. উপরের কেউই নন

Answer» Correct Answer - Option 4 : উপরের কেউই নন

বাংলা গদ্যে বিরতি ও যতিচিহ্নের ব্যবহার করেন পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

যতিচিহ্নবিরামচিহ্ন বা ছেদচিহ্ন হল সেইসব সাংকেতিক চিহ্ন যেগুলো লেখ্যমাধ্যমে ব্যবহার করে বাক্যের বিভিন্ন ভাব, যেমন: জিজ্ঞাসা, বিস্ময়, সমাপ্তি ইত্যাদি সার্থকভাবে প্রকাশের মাধ্যমে বাক্যের অর্থ সুস্পষ্ট করা হয়। বাংলা ভাষায় ২০টির মতো যতিচিহ্ন রয়েছে। এদের মধ্যে বাক্যশেষে ব্যবহার্য যতিচিহ্ন ৪টি; বাক্যের ভিতরে ব্যবহার্য ১০টি এবং বাক্যের আগে পরে ব্যবহার্য ৬টি। যেমন- বাক্যের পরিসমাপ্তি বোঝাতে দাঁড়ি বা পূর্ণচ্ছেদ ব্যবহার করতে হয়। 

বাংলায় যতি/ছেদ চিহ্নের প্রবর্তক হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাঁর 'বেতাল পঞ্চবিংশতি' (১৮৪৭) গ্রন্থ প্রথম যতিচিহ্নের ব্যবহার দেখান।



Discussion

No Comment Found

Related InterviewSolutions