1.

Comprehensionনিম্নলিখিত গদ্যাংশটুকু পড়ে প্রশ্নগুলির উত্তর দাও।"তথায়, উপলঘাতিনী কলনাদিনী তটিনীরব সঙ্গে সুমন্দ-মধুর বায়ু এবং স্বরলহরী বিকীর্ণকারী কুঞ্জবিহঙ্গমগণ ধ্বনি মিশাইতেছে। তথায় স্তবকে স্তবকে বন্য কুসুমসকল প্রস্ফুটিত হইয়া, পার্বতীয় বৃক্ষরাজি আলোকময় করিতেছে। তথায়, রূপ উছলিতেছে, শব্দ তরঙ্গায়িত হইতেছে, গন্ধ মতিয়া উঠিতেছে এবং মন প্রকৃতির বশীভূত হইতেছে। সেইখানে রাজসিংহ এক বৃহৎ প্রস্তরখন্ডের উপর উপবেশন করিয়া পত্র দুইখানি পড়িতে প্রবৃত্ত হইলেন।"1. তটিনী ও রব2. যেখানে তটিনী সেখানে রব3. যখন রব তখন তটিনী আছে নিশ্চয়4. তটিনীর রব

Answer» Correct Answer - Option 4 : তটিনীর রব

'তটিনীরব' শব্দটির ব্যাসবাক্য হবে তটিনীর রব

  • ব্যাসবাক্য: সমাসের অর্থ প্রকাশ করার জন্য যে বাক্য বা বাক্যাংশ ব্যবহৃত হয়, তাকে ব্যাসবাক্য বলে। যেমন - বিলাত হতে ফেরত = বিলাতফেরত। এখানে 'বিলাত হতে ফেরত' হল ব্যাসবাক্য।
  • সমস্যমান পদ: যে কয়েকটি পদ মিলে সমাস হয় তাদের সমস্যমান পদ বলে।
  • সমস্তপদ বা সমাসবদ্ধ পদ - পূর্বপদ ও পরপদ বা উত্তরপদের মিলনে যে নতুন পদ সৃষ্টি হয় তাকে বলে সমস্তপদ।
  • বাংলা ভাষায় সমাস মূলত ছয় প্রকার - (১) তৎপুরুষ, (২) কর্মধারয়, (৩) দ্বন্দ্ব,  (৪) দ্বিগু, (৫) বহুব্রীহি, (৬) অব্যয়ীভাব।
  • এইক্ষেত্রে যে সমাসে পূর্বপদের বিভক্তি বা অনুসর্গ লোপ পায় এবং পরপদ বা উত্তরপদের অর্থ প্রাধান্য পায় তাকে তৎপুরুষ সমাস বলে। যে তৎপুরুষ সমাসে পূর্বপদের সম্বন্ধ পদের বিভক্তি লোপ পায় এবং পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে সম্বন্ধ তৎপুরুষ বলে। এই বাক্যাংশে তটিনীর রব ব্যাসবাক্যে পূর্বপদের 'র' বিভক্তি লোপ পেয়েছে। অর্থাৎ এটি সম্বন্ধ তৎপুরুষ


Discussion

No Comment Found

Related InterviewSolutions