1.

Comprehensionনিম্নলিখিত পদ্যাংশটুকু পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও।"পাড়াগেঁয়ে কবি;-প্রভুর আদেশে শহরেতে তার আসা;বহু খুঁজে নিল মোহিনী রোডেতে ছোট্ট, একটি বাসা ।খুঁজে নিল বাসা, যথাসম্ভব মিলায়ে, কাব্য কোড;অনতিদূরেই বকুল বাগান পাশ দিয়ে রসা রোড।বামে কারখানা, কোণে জঙ্গল, ছোট্ট বাসার কাছেবহু ভাষাভাষি খোট্টা পাড়া ও মস্ত বাজার আছে ।"1. কাব্যরীতি বা কবিতার সংকেত2. কাব্যছন্দ3. কাব্য সৌন্দর্য4. কবিতার ভাষা

Answer» Correct Answer - Option 1 : কাব্যরীতি বা কবিতার সংকেত

'কাব্য কোড' কথাটির তাৎপর্য হল কাব্যরীতি বা কবিতার সংকেত

  • বাংলা সাহিত্যে কাব্যরীতি আদি, মধ্য ও আধুনিক বা নব্যযুগের মধ্য দিয়ে পরিবর্তিত হয়ে এসেছে।
  • বাংলা ভাষার প্রথম কাব্য/কাবিতা সংকলন চর্যাপদ। এটি বাংলা সাহিত্যের আদিযুগের একমাত্র লিখিত নিদর্শন।
  • প্রাচীন যুগের পরে এসেছে মধ্যযুগে। এ যুগের শ্রেষ্ঠ নিদর্শন শ্রীকৃষ্ণকীর্তনকাব্য, বৈষ্ণব পদাবলী সাহিত্য, মনসামঙ্গল, চন্ডীমঙ্গল, ধর্মমঙ্গল, কালিকামঙ্গল ইত্যাদি। আবার এ যুগেই অনুবাদিত সাহিত্যে তথা কাব্যের রচনাও হয়েছে বিস্তর। বাংলা সাহিত্যে মধ্যযুগে মুসলিম কবিগণ রচিত শ্রেষ্ঠ কাব্যধারা হচ্ছে প্রেম বা রোমান্সমূলক কাব্য। যেমন ধরা যাক ইউসুফ-জুলেখা, পদ্মাবতী, মধুমালতী, সতীময়না, লায়লী-মজনু ইত্যাদি মধ্যযুগের কাব্যধারার অংশ।
  • এরপর আসে আধুনিক যুগ। যার সময়কাল ১৮০০ শতাব্দী থেকে বর্তমান পর্যন্ত । মধ্য ও আধুনিক যুগের মধ্যে যিনি সেতুবন্ধন তৈরি করেন তিনি হলেন যুগ সন্ধিক্ষণের কবি: ঈশ্বরচন্দ্র গুপ্ত (১৮১২-১৮৫৯)। মাইকেল মধুসূদন দত্ত (১৮২৪-১৮৭৩) মধ্যযুগীয় পয়ারমাত্রা ভেঙে কবি প্রবেশ করেন মুক্ত ছন্দে। রচনা করেন সনেট। লাভ করেন আধুনিক কবিতার জনকের খ্যাতি। অনন্যধারায় কাব্য রচনা করেন ইউরোপীয় ভাবধারার রোমান্টিক ও গীতি কবি - 'ভোরের পাখি' বিহারীলাল চক্রবর্তী (১৮৩৫-১৮৯৪)। এরপর মহীরুহ বৃক্ষের ন্যায় বাংলা সাহিত্যে প্রবেশ করে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর(১৮৬১-১৯৪১)।
  • তবে আধুনিক কবিতার স্বর্ণযুগে এসে যুগসন্ধিক্ষণের প্রচলিতধারার বাইরে এসে প্রথা ভাঙার প্রথার প্রবর্তন করেন পঞ্চপান্ডব কবি: অমিয় চক্রবর্তী (১৯০১-৮৭), জীবননান্দ দাশ (১৮৯৯-১৯৫৪), বুদ্ধদেব বসু (১৯০৮-৭৪), বিষ্ণু দে (১৯০৯-৮২), সুধীন্দ্রনাথ দত্ত (১৯০১-৬০)। বিশ্ব কবিতার আসরের প্রতিটি শাখাকে করেছেন বাংলায় প্রতিষ্ঠিত। এমনভাবেই বিকাশলাভ করেছে বাংলা সাহিত্যের আখ্যানকাব্য, মঙ্গল কাব্য, উপন্যাস, নাটক, সনেট বা চতুর্দশপদী কবিতা, আধুনিক গদ্য কবিতা, অনুকবিতা এমনকি আধুনিকতম শব্দকবিতা।


Discussion

No Comment Found

Related InterviewSolutions