InterviewSolution
| 1. |
"আপনা মাঁসেঁ হরিণা বৈরি ।"এই পংক্তিটি1. আদি বাংলা ভাষার নিদর্শন2. মধ্য বাংলা ভাষার নিদর্শন3. আধুনিক বাংলা ভাষার নিদর্শন4. উপরের কোনটিই নয় |
|
Answer» Correct Answer - Option 1 : আদি বাংলা ভাষার নিদর্শন "আপনা মাঁসেঁ হরিণা বৈরি ।" এই পংক্তিটি আদি বাংলা ভাষার নিদর্শন। বাংলা ভাষার আদি নিদর্শনের নাম 'চর্যাগীতিকোষ' বা 'চর্যাপদ'। প্রাচীন বাংলা (৯০০/১০০০ – ১৪০০ খ্রিস্টাব্দ সময়কাল ) যুগে রচিত চর্যাপদের রচনাকাররা সহজান ধর্মমতে দীক্ষিত ছিলেন। চর্যাপদে এ সাধনার কথা যে ভাষায় ব্যক্ত হয়েছে তা হেঁয়ালিপূর্ণ । ফলে দেশজ ভাষায় রচিত হলেও চর্যাপদের মূল ভাবের মর্মোদ্ঘাটন দুরূহ ব্যাপার। এ কারণে পন্ডিতগণ এ ভাষাকে সন্ধ্যা ভাষা ‘আলো-আঁধারি ভাষা নামে অভিহিত করেন। বিশিষ্ট পণ্ডিত রাহুল সাংকৃত্যায়ন নেপাল-তিব্বতে প্রাপ্ত তালপাতার পুঁথিতে আরো করেকজন নতুন কবির চর্যাগীতি পেয়ে ‘দোহা-কোশ (১৯৫৭)’ গ্রন্থে সংযোজন করেছেন। ফলে এককথায় বলা যায়, চর্যাপদের মোট কবির সংখ্যা ২৩, মতান্তরে ২৪ জন।চর্যাপদের উল্লেখযোগ্য কবিরা হলেন সরহপা, শবরপা, লুইপা, ডোম্বীপা, ভুসুকুপা, কাহ্ণপা, কুক্কুরিপা, মিনপা, আর্যদেব, ঢেণ্ঢনপা ইত্যাদি। ''আপনা মাংসে হরিণা বৈরী” এই কথাটি আমাদের খুবই পরিচিত। এই অতি পরিচিত উক্তিটিও এসেছে কবি ভুসুকুপার একটি পদ থেকে।কারো কোনো ভালো দিকই যখন তার জন্য খারাপ বা ক্ষতিকর কিছু বয়ে নিয়ে আসে, তখন আমরা এই কথাটি ব্যবহার করে থাকি। |
|