InterviewSolution
Saved Bookmarks
| 1. |
বাংলা মান্য চলিতভাষা গড়ে উঠেছে যে উপভাষার রূপের উপর ভিত্তি করে, সেটি হল1. বঙ্গালী উপভাষা2. কামরূপী উপভাষা3. বরেন্দ্রী উপভাষা4. রাঢ়ী উপভাষা |
|
Answer» Correct Answer - Option 4 : রাঢ়ী উপভাষা বাংলা মান্য চলিতভাষা গড়ে উঠেছে যে উপভাষার রূপের উপর ভিত্তি করে, সেটি হল রাঢ়ী উপভাষা। রাঢ়ী উপভাষা বা কেন্দ্রীয় প্রমিত বাংলা হল বাংলা ভাষার একটি উপভাষা । পশ্চিমবঙ্গের দক্ষিণ-পূর্ব অংশের বাংলাভাষী মানুষদের কথ্য ভাষার মধ্যে এই উপভাষার প্রভাব লক্ষ্য করা যায়। এই উপভাষার পরিমার্জিত বাংলা রূপকেই বাংলা ভাষার শুদ্ধ লিখন রূপ হিসেবে গণ্য করা হয়। রাঢ়ী উপভাষার সর্বপ্রধান বৈশিষ্ট্য অভিশ্রুতি ও স্বরসংগতি। যেমন-
|
|