InterviewSolution
| 1. |
"বিদ্যেবোঝাই বাবুমশাই চড়ি সখের বোটেমাঝিরে কন, 'বলতে পারিস সূর্যি কেন ওঠে ?' ...."এই পংক্তি দুটির রচয়িতা হলেন1. লীলা মজুমদার2. সুকুমার রায়3. কুমুদরঞ্জন মল্লিক4. কালিদাস রায় |
|
Answer» Correct Answer - Option 2 : সুকুমার রায় উপরিউক্ত পংক্তি দুটির রচয়িতা হলেন সুকুমার রায়। পংক্তি দুটি 'জীবনের হিসাব' কবিতার অংশ যেখানে পুঁথিগত বিদ্যায় বিদ্বান এক মানুষের জ্ঞানের মিথ্যা অহংকার ও আস্ফালনের মূঢ়তাকে ইঙ্গিত করা হয়েছে। সুকুমার রায় (৩০ অক্টোবর ১৮৮৭ - ১০ সেপ্টেম্বর ১৯২৩) ছিলেন একজন প্রখ্যাত বাঙালি শিশুসাহিত্যিক ও ভারতীয় সাহিত্যে "ননসেন্স ছড়া"র প্রবর্তক। তিনি একাধারে লেখক, ছড়াকার, শিশুসাহিত্যিক, রম্যরচনাকার, প্রাবন্ধিক, নাট্যকার ও সম্পাদক। তার লেখা কবিতার বই 'আবোল-তাবোল', গল্প 'হ-য-ব-র-ল', গল্প সংকলন 'পাগলা দাশু', এবং নাটক 'চলচ্চিত্তচঞ্চরী' বিশ্বসাহিত্যে সর্বযুগের সেরা ননসেন্স ধরনের ব্যঙ্গাত্মক শিশুসাহিত্যের অন্যতম বলে মনে করা হয়। |
|