1.

'বীরাঙ্গনা কাব্য' হল1. রোমান্টিক কাব্য2. মহাকাব্য3. পত্রকাব্য4. উপরের কোনটিই নয়

Answer» Correct Answer - Option 3 : পত্রকাব্য

মাইকেল মধুসূদন দত্ত রচিত 'বীরাঙ্গনা কাব্য' হল পত্রকাব্য

১৮৬১ সালে প্রকাশিত এই কাব্যটি ভারতীয় পুরাণের এগারো জন নারীর স্বামী বা প্রেমাস্পদকে লেখা পত্ৰকাব্য। এই এগারোটি পত্ৰকাব্য গুলি হল – ১) দুষ্মন্তের প্রতি শকুন্তলা, ২) সোমের প্রতি তারা, ৩) দ্বারকানাথের প্রতি রুক্মিণী, ৪) দশরথের প্রতি কেকয়ী, ৫) লক্ষ্মণের প্রতি শূর্পণখা, ৬) অর্জুনের প্রতি দ্রৌপদী, ৭) দুর্যোধনের প্রতি ভানুমতি, ৮) জয়দ্রথের প্রতি দুঃশলা, ৯) শান্তনুর প্রতি জাহ্নবী, ১০) পুরুরবার প্রতি ঊর্বশী, ১১) নীলধ্বজের প্রতি জনা। অমিত্রাক্ষর ছন্দে রচিত কবি ওভিদের ( পাবলিয়াস ওভিদিয়াস ন্যাসো ) 'Heroides' বা ' Epistiles of heroins ' পত্রকাব্যের অনুসরণে ১১টি পত্র সংকলন গ্রন্থ এই 'বীরাঙ্গনা কাব্যবাংলা সাহিত্যের প্রথম সার্থক পত্রকাব্য



Discussion

No Comment Found

Related InterviewSolutions