InterviewSolution
Saved Bookmarks
| 1. |
'বকুল কথা' উপন্যাসের রচয়িতা হলেন1. আশাপূর্ণা দেবী2. লীলা মজুমদার3. বলাইচাঁদ মুখোপাধ্যায়4. উপরের কেউই নন |
|
Answer» Correct Answer - Option 1 : আশাপূর্ণা দেবী 'বকুল কথা' উপন্যাসের রচয়িতা হলেন আশাপূর্ণা দেবী। বিংশ শতাব্দীর বাঙালি জীবন, বিশেষত সাধারণ মহিলাদের জীবনযাপন ও মনস্তত্ত্বের চিত্রই ছিল তাঁর রচনার মূল উপজীব্য। তাঁঁর 'প্রথম প্রতিশ্রুতি'- 'সুবর্ণলতা'-'বকুল কথা' উপন্যাসত্রয়ী বিংশ শতকের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ রচনাগুলির অন্যতম বলে বিবেচিত হয়। দেড় হাজার ছোটোগল্প ও আড়াইশো-র বেশি উপন্যাসের রচয়িতা আশাপূর্ণা দেবী জ্ঞানপীঠ পুরস্কার (১৯৭৬),সাহিত্য অকাদেমি ও দেশের একাধিক সাহিত্য পুরস্কার, অসামরিক নাগরিক সম্মান ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ডক্টরেট ডিগ্রি সহ পশ্চিমবঙ্গ সরকারের সর্বোচ্চ সম্মান রবীন্দ্র পুরস্কারে সম্মানিত হয়েছিলেন। |
|