1.

বঙ্গালী উপভাষার ভৌগোলিক অবস্থান হল1. হুগলী ও কোচবিহার2. বাঁকুড়া ও দিনাজপুর3. ঢাকা ও ফরিদপুর4. মালদহ ও শ্রীহট্ট

Answer» Correct Answer - Option 3 : ঢাকা ও ফরিদপুর

বঙ্গালী উপভাষার ভৌগোলিক অবস্থান হল ঢাকা ও ফরিদপুর।

ভৌগোলিক সীমা - 

এটি অধুনা বাংলাদেশের প্রধান উপভাষা । ঢাকা, ময়মনসিংহ, খুলনা, ফরিদপুর, বরিশাল বিভাগ, বৃহত্তর কুমিল্লা- নোয়াখালী এবং ত্রিপুরার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আছে এই উপভাষা। ভাষাভাষী সংখ্যা বিবেচনায় এই উপভাষাই সবচেয়ে বেশি ব্যবহৃত।

বৈশিষ্ট্য়- 

  1. এ >অ্যা (কেন > ক্যান ) , উ >ও (মুলা > মোলা), ও >উ (দোষ >দুষ), র >ড় (ঘর >ঘড়) ধ্বনিতে পরিবর্তন ঘটে।
  2. গুল, গুলাইন দিয়ে বহুবচন পদ গঠিত হয়। যেমন- বাত গুলাইন খাও।
  3. গৌণকর্মে 'রে' বিভক্তি প্রযুক্ত হয়। যেমন- আমারে মারে ক্যান।
  4. অপিনিহিতির বহুল প্রয়োগ দেখা যায়। যেমন- দেখিয়া  > দেইখ্যা 

 



Discussion

No Comment Found

Related InterviewSolutions