InterviewSolution
Saved Bookmarks
| 1. |
"চাকার ঘরঘর পড়শির ঘর ঘর।"নিচে দাগ দেওয়া শব্দ দুটি হল1. বিশেষণ পদের দ্বিরুক্তি2. বিশেষ্য পদের দ্বিরুক্তি3. সর্বনাম পদের দ্বিরুক্তি4. ক্রিয়াপদের দ্বিরুক্তি |
|
Answer» Correct Answer - Option 2 : বিশেষ্য পদের দ্বিরুক্তি 'ঘর ঘর' : শব্দ দুটি হল বিশেষ্য পদের দ্বিরুক্তি। এক্ষেত্রে ঘরে ঘরে অর্থাৎ গৃহে গৃহে বোঝাতে এই দ্বিরুক্তি পদ ব্যবহার হয়েছে। বিশেষ্যপদের দুইবার উচ্চারণ হওয়ায় এটি বিশেষ্য পদের দ্বিরুক্তি। দ্বিরুক্ত শব্দকে ভাঙলে পাওয়া যায় ‘দ্বি+উক্ত’। অর্থাৎ, যা দুইবার বলা হয়েছে বা দুবার উক্ত হয়েছে এমন। বাংলা ভাষায় কোন কোন শব্দ, পদ বা অনুকার শব্দ, একবার ব্যবহার করলে যে অর্থ প্রকাশ করে, সেগুলো দুবার ব্যবহার করলে অন্য সম্প্রসারিত অর্থ প্রকাশ করে। এ ধরণের শব্দের পরপর দুবার ব্যবহৃত হয়ে কোন বিশেষ অর্থ প্রকাশ করলে তাকে দ্বিরুক্ত শব্দ বলে। যেমন - আমার জ্বর জ্বর লাগছে |
|