InterviewSolution
Saved Bookmarks
| 1. |
Comprehensionনিম্নলিখিত গদ্যাংশটি পড়ে প্রশ্নগুলির উত্তর দাও ।"এইবার সময় আসিয়াছে, যখন আমাদের সমাজ একটি সুবৃহৎ স্বদেশী সমাজ হইয়া উঠিবে । সময় আসিয়াছে, যখন প্রত্যেকে জানিবে আমি একক নহি - আমি ক্ষুদ্র হইলেও আমাকে কেহ ত্যাগ করিতে পারিবে না, এবং ক্ষুদ্রতমকেও আমি ত্যাগ করিতে পারিব না ।পূর্বেই বলিয়াছি, সমাজের প্রত্যেক ব্যক্তি প্রত্যহ অতি অল্প পরিমাণেও কিছু স্বদেশের জন্য উতসর্গ করিবে । তাছাড়া, প্রত্যেক গৃহে বিবাহাদি শুভকর্মে গ্রামভাটি প্রভৃতির ন্যায় এই স্বদেশী সমাজের একটি প্রাপ্য আদায় দুরূহ বলিয়া মনে করি না । ইহা যথাস্থানে সংগৃহীত হইলে অর্থাভাব ঘটিবে না । আমাদের দেশে স্বেচ্ছাদত্ত দানে বড়ো বড়ো মঠ-মন্দির চলিতেছে, এ দেশে কি সমাজ ইচ্ছাপূর্বক আপনার আশ্রয়স্থান আপনি রচনা করিবে না । বিশেষত যখন অন্নে, জলে, স্বাস্থ্যে, বিদ্যায় দেশ সৌভাগ্যলাভ করিবে তখন কৃতজ্ঞতা কখনোই নিশ্চেষ্ট থাকিবে না ।"1. কর্তৃকারকে 'কে' বিভক্তি2. কর্মকারকে 'কে' বিভক্তি3. অধিকরণ কারকে 'কে' বিভক্তি4. উপরের কোনটিই নয় |
|
Answer» Correct Answer - Option 2 : কর্মকারকে 'কে' বিভক্তি 'ক্ষুদ্রতমকেও আমি ত্যাগ করিতে পরিব না ।' - রেখাঙ্কিত পদটির কারক ও বিভক্তি হল কর্মকারকে 'কে' বিভক্তি। যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে, তাকে কর্মকারক বলে। ক্রিয়াকে ‘কী/ কাকে’ দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটিই কর্মকারক। বিভক্তি হল ধ্বনি বা ধ্বনিগুচ্ছ যা শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে এবং দুটি পদের মধ্যে সম্পর্ক স্থাপন করে। এ, কে, রে, তে , র ,এর — এগুলি বিভক্তির চিহ্ন । বাংলা ভাষায় যেহেতু কারক অনুযায়ী বিভক্তি নির্দিষ্ট নয়, তাই একই বিভক্তি বিভিন্ন কারকে যুক্ত হতে পারে। উক্ত বাক্যে কাকে প্রশ্ন করলে 'ক্ষুদ্রতমকে' উত্তর আসে, অর্থাৎ এটি কর্মকারক, যাতে 'কে' বিভক্তি রয়েছে। |
|