InterviewSolution
Saved Bookmarks
| 1. |
Comprehensionনিম্নলিখিত গদ্যাংশটি পড়ে প্রশ্নগুলির উত্তর দাও ।"এইবার সময় আসিয়াছে, যখন আমাদের সমাজ একটি সুবৃহৎ স্বদেশী সমাজ হইয়া উঠিবে । সময় আসিয়াছে, যখন প্রত্যেকে জানিবে আমি একক নহি - আমি ক্ষুদ্র হইলেও আমাকে কেহ ত্যাগ করিতে পারিবে না, এবং ক্ষুদ্রতমকেও আমি ত্যাগ করিতে পারিব না ।পূর্বেই বলিয়াছি, সমাজের প্রত্যেক ব্যক্তি প্রত্যহ অতি অল্প পরিমাণেও কিছু স্বদেশের জন্য উতসর্গ করিবে । তাছাড়া, প্রত্যেক গৃহে বিবাহাদি শুভকর্মে গ্রামভাটি প্রভৃতির ন্যায় এই স্বদেশী সমাজের একটি প্রাপ্য আদায় দুরূহ বলিয়া মনে করি না । ইহা যথাস্থানে সংগৃহীত হইলে অর্থাভাব ঘটিবে না । আমাদের দেশে স্বেচ্ছাদত্ত দানে বড়ো বড়ো মঠ-মন্দির চলিতেছে, এ দেশে কি সমাজ ইচ্ছাপূর্বক আপনার আশ্রয়স্থান আপনি রচনা করিবে না । বিশেষত যখন অন্নে, জলে, স্বাস্থ্যে, বিদ্যায় দেশ সৌভাগ্যলাভ করিবে তখন কৃতজ্ঞতা কখনোই নিশ্চেষ্ট থাকিবে না ।"1. অর্থের অভাব2. অর্থ হতে অভাব3. অর্থে অভাব4. উপরের কোনটিই নয় |
|
Answer» Correct Answer - Option 1 : অর্থের অভাব 'অর্থাভাব' শব্দটির ব্যাসবাক্য হবে 'অর্থের অভাব'। সমস্যমান পদগুলি দিয়ে যে বাক্য বা বাক্যাংশ তৈরি হয় তাকে ব্যাসবাক্য বলে। |
|