1.

Comprehensionনিম্নলিখিত পদ্যাংশটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও ।"সাগর গর্ভে, নিঃসীম নভে দিগদিগন্ত জু'ড়েজীবনোদ্বেগ,তাড়া ক'রে ফেরে নিতি যারা মৃত্যুরে,মানিক আহরি' আনে যারা খুঁড়ি' পাতাল যক্ষপুরী,নাগিনীর বিষ-জ্বালা সয়ে করে ফণা হ'তে মণি চুরি ।হানিয়া বজ্র-পাণির বজ্র উদ্ধত শিরে ধরি,যাহার চপলা মেঘ-কন্যারে করিয়াছে কিঙ্করী !পবন যাদের ব্যজনী দুলায় হইয়া আজ্ঞাবাহী,-এসেছি তাদের জানাতে প্রণাম, তাহাদের গান গাহি !গুঞ্জরি ফেরে ক্রন্দন মোর তাদের নিখিল ব্য়েপে-ফাঁসির রজ্জু ক্লান্ত আজিকে যাহাদের টুটি চেপে !"1. স্বর্গে2. আকাশে3. নরকে4. পাতালে

Answer» Correct Answer - Option 2 : আকাশে
নভ, নভঃ শব্দটি থেকে 'নভে' শব্দটির অবতারণা হয়েছে। এই শব্দের অর্থ হল আকাশ বা গগন।


Discussion

No Comment Found

Related InterviewSolutions