1.

Comprehensionনিম্নলিখিত পদ্যাংশটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও ।"সাগর গর্ভে, নিঃসীম নভে দিগদিগন্ত জু'ড়েজীবনোদ্বেগ,তাড়া ক'রে ফেরে নিতি যারা মৃত্যুরে,মানিক আহরি' আনে যারা খুঁড়ি' পাতাল যক্ষপুরী,নাগিনীর বিষ-জ্বালা সয়ে করে ফণা হ'তে মণি চুরি ।হানিয়া বজ্র-পাণির বজ্র উদ্ধত শিরে ধরি,যাহার চপলা মেঘ-কন্যারে করিয়াছে কিঙ্করী !পবন যাদের ব্যজনী দুলায় হইয়া আজ্ঞাবাহী,-এসেছি তাদের জানাতে প্রণাম, তাহাদের গান গাহি !গুঞ্জরি ফেরে ক্রন্দন মোর তাদের নিখিল ব্য়েপে-ফাঁসির রজ্জু ক্লান্ত আজিকে যাহাদের টুটি চেপে !""এসেছি তাদের জানাতে প্রণাম, ...!"নিম্নরেখ বাক্যাংশটি হল1. কর্তৃকারক2. কর্মকারক3. অধিকরণকারক4. করণকারক

Answer» Correct Answer - Option 2 : কর্মকারক

"এসেছি তাদের জানাতে প্রণাম, ...!"

নিম্নরেখ বাক্যাংশটি হল কর্মকারক।

যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে, তাকে কর্মকারক বলে।

সংক্ষেপে সনাক্তকরণের জন্য ক্রিয়াকে ‘কী/ কাকে’ দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, সেটিই কর্মকারক। উক্ত বাক্যাংশে 'কাদের/কাকে' প্রশ্ন করলে উত্তরে 'তাদের' আসে, অর্থাৎ এটি কর্মকারক।



Discussion

No Comment Found

Related InterviewSolutions