InterviewSolution
Saved Bookmarks
| 1. |
Comprehensionনিম্নলিখিত পদ্যাংশটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও ।"সাগর গর্ভে, নিঃসীম নভে দিগদিগন্ত জু'ড়েজীবনোদ্বেগ,তাড়া ক'রে ফেরে নিতি যারা মৃত্যুরে,মানিক আহরি' আনে যারা খুঁড়ি' পাতাল যক্ষপুরী,নাগিনীর বিষ-জ্বালা সয়ে করে ফণা হ'তে মণি চুরি ।হানিয়া বজ্র-পাণির বজ্র উদ্ধত শিরে ধরি,যাহার চপলা মেঘ-কন্যারে করিয়াছে কিঙ্করী !পবন যাদের ব্যজনী দুলায় হইয়া আজ্ঞাবাহী,-এসেছি তাদের জানাতে প্রণাম, তাহাদের গান গাহি !গুঞ্জরি ফেরে ক্রন্দন মোর তাদের নিখিল ব্য়েপে-ফাঁসির রজ্জু ক্লান্ত আজিকে যাহাদের টুটি চেপে !"1. ইন্দ্রদেব2. বরুণদেব3. পবনদেব4. মরুৎদেব |
|
Answer» Correct Answer - Option 1 : ইন্দ্রদেব 'বজ্র-পাণি > বজ্রপাণি' হলেন ইন্দ্রদেব। বজ্র পাণিতে (হাতে) যাহার, বা বজ্র ধারণ করেন যিনি এই অর্থে 'বজ্রপাণি' বলতে ইন্দ্রদেবকে বোঝানো হয়েছে। |
|