1.

Comprehensionনিম্নলিখিত পদ্যাংশটুকু ভালো করে পড়ে প্রশ্নগুলোর উত্তর করতে হবে ।"কুশাসনে ইন্দ্রজিৎ পূজে ইস্টদেবেনিভৃতে; কৌষিক বস্ত্র, কৌষিক উত্তরী,চন্দনের ফোঁটা ভালে, ফুলমালা গলে ।পুড়ে ধূপদানে ধুপ; জ্বলিছে চৌদিকেপূত ঘৃতরসে দীপ; পুষ্প রাশি রাশি_________________________________________ - বসেছে একাকীরথীন্দ্র; নিমগ্ন তপে চন্দ্রচূড় যেন-"1. বিশেষ্য পদ2. অব্যয় পদ3. ক্রিয়া পদ4. বিশেষণ পদ

Answer» Correct Answer - Option 4 : বিশেষণ পদ

'কৌষিক' পদটি হল বিশেষণ পদ যার অর্থ রেশমি। এটি একটি তৎসম বা সংস্কৃত শব্দ। 

যে পদ বিশেষ্য বা অন্য পদের দোষ,গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ প্রভৃতি প্রকাশ করে তাকে বিশেষণ পদ বলে।



Discussion

No Comment Found

Related InterviewSolutions