1.

Comprehensionনিম্নলিখিত পদ্যাংশটুকু ভালো করে পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও ।"এ দেশ আমার গর্ব,এ মাটি আমার কাছে সোনা ।এখানে মুক্তির লক্ষ্যে হয় মুকুলিতআমার সহস্র সাধ, সহস্র বাসনা ।এখানে আমার পাশে হিমাচল,কন্যাকুমারিকা ।অলঙ্ঘ্য প্রাচীর ঐক্যপ্রতিজ্ঞা পরিখা ।"1. দূরের বস্তুকে দূরে সরিয়ে দেওয়া2. দূরের বস্তুকে অনতিদূরে রাখা3. নিকটের বস্তুকে দূরে পৌঁছে দেওয়া4. দূর ও নিকটের ব্যবধান না রাখা

Answer» Correct Answer - Option 4 : দূর ও নিকটের ব্যবধান না রাখা

কবি সুভাষ মুখোপাধ্যায়ের লেখা এই কবিতায় কবি আসমুদ্র হিমাচলের ভৌগোলিক দূরত্বকে গুরুত্ব না দিয়ে ভারতবর্ষ তথা মাতৃভূমির প্রতি আত্মীয়তা বোধ জাগ্রত করতে "... আমার পাশে হিমাচল, কন্যাকুমারিকা" পঙক্তিটির অবতারণা করেছেন।  দূর ও নিকটের ব্যবধান না রাখা - এই ঐক্যতার তত্ত্বকেই কবি সুললিত ছন্দে প্রকাশ করেছেন। অর্থাৎ ভৌগোলিক দূরত্বের উর্দ্ধে সমগ্র দেশ সমস্ত ভারতবাসীর প্রত্যেকের এই কথাটিই তিনি বোঝাতে চেয়েছেন, সেখানে প্রাদেশিকতা বা দূরত্বের অবকাশ নেই। 



Discussion

No Comment Found

Related InterviewSolutions