1.

Comprehensionনিম্নলিখিত পদ্যাংশটুকু ভালো করে পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও ।"এ দেশ আমার গর্ব,এ মাটি আমার কাছে সোনা ।এখানে মুক্তির লক্ষ্যে হয় মুকুলিতআমার সহস্র সাধ, সহস্র বাসনা ।এখানে আমার পাশে হিমাচল,কন্যাকুমারিকা ।অলঙ্ঘ্য প্রাচীর ঐক্যপ্রতিজ্ঞা পরিখা ।"1. সমষ্টিবাচক সর্বনাম2. সম্বন্ধবাচক সর্বনাম3. ব্যক্তিবাচক সর্বনাম4. নির্দেশক সর্বনাম

Answer» Correct Answer - Option 3 : ব্যক্তিবাচক সর্বনাম

'আমার' পদটি হল ব্যক্তিবাচক সর্বনাম

ব‍্যক্তিনামের পরিবর্তে যে সর্বনাম ব‍্যবহৃত হয়, তাকে ব‍্যক্তিবাচক সর্বনাম বলে। ব্যক্তিবাচক সর্বনাম পদে কোনো ব্যক্তি বা পুরুষকে নির্দেশ করে। উদাহরণ : আমি, আমরা, আমাকে,আমাদের, তুমি,তোমরা,তোমাকে,তাঁকে,তুই,তোকে, আপনি, আপনাকে,সে, তারা,তিনি,তার ইত্যাদি।



Discussion

No Comment Found

Related InterviewSolutions