1.

Comprehensionনিম্নলিখিত পদ্যাংশটুকু পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও।"পাড়াগেঁয়ে কবি;-প্রভুর আদেশে শহরেতে তার আসা;বহু খুঁজে নিল মোহিনী রোডেতে ছোট্ট, একটি বাসা ।খুঁজে নিল বাসা, যথাসম্ভব মিলায়ে, কাব্য কোড;অনতিদূরেই বকুল বাগান পাশ দিয়ে রসা রোড।বামে কারখানা, কোণে জঙ্গল, ছোট্ট বাসার কাছেবহু ভাষাভাষি খোট্টা পাড়া ও মস্ত বাজার আছে ।"1. নারিকেল গাছ2. আম গাছ3. জাম গাছ4. বকুল গাছ

Answer» Correct Answer - Option 4 : বকুল গাছ

এখানে বকুল গাছের উল্লেখ আছে।

'অনতিদূরেই বকুল বাগান পাশ দিয়ে রসা রোড' - এই বাক্যের মধ্যেই বকুল গাছের বাগানের কথা বলা হয়েছে।



Discussion

No Comment Found

Related InterviewSolutions