1.

"এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি - নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার ।"এই দুটি পংক্তি রয়েছে কবি সুকান্ত ভট্টাচার্যের1. 'বোধন' কবিতায়2. 'ছাড়পত্র' কবিতায়3. 'দেশলাই কাঠি' কবিতায়4. 'প্রিয়তমাসু' কবিতায়

Answer» Correct Answer - Option 2 : 'ছাড়পত্র' কবিতায়

পংক্তি দুটি রয়েছে কবি সুকান্ত ভট্টাচার্যের 'ছাড়পত্র' কবিতায়।

মার্কসবাদী চেতনায় আস্থাশীল কবি হিসেবে সুকান্ত ভট্টাচার্য কবিতা বাংলা সাহিত্যে স্বতন্ত্র স্থনের অধিকারী।তাঁর কবিতায় অনাচার ও বৈষম্যের বিরুদ্ধে প্রবল প্রতিবাদ বিশেষভাবে লক্ষ্যনীয়। গণমানুষের প্রতি গভীর মমতায় প্রকাশ ঘটেছে কবির কবিতায়। তাঁর রচনাবলির মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো:'ছাড়পত্র' (১৯৪৭), পূর্বাভাস , মিঠেকড়া, অভিযান, ঘুম নেই, হরতাল, গীতিগুচ্ছ প্রভৃতি।



Discussion

No Comment Found

Related InterviewSolutions