InterviewSolution
| 1. |
কবি কৃত্তিবাস ওঝা তাঁর কাব্যের আত্মপরিচয় অংশে পিতার নাম বলেছেন1. অনাদি2. বিদ্যাধর3. বংশীমালী4. বনমালী |
|
Answer» Correct Answer - Option 4 : বনমালী কবি কৃত্তিবাস ওঝা তাঁর কাব্যের আত্মপরিচয় অংশে পিতার নাম বলেছেন বনমালী। কৃত্তিবাস ওঝা বাংলা ভাষায় সর্ব প্রথম এবং সর্বশ্রেষ্ঠ রামায়ণ রচয়িতা। পূর্ববঙ্গে প্রমাদ দেখা দিলে কবির পূর্বপুরুষ নরসিংহ ওঝা পশ্চিমবঙ্গের নদীয়া জেলার গঙ্গার তীরবর্তী ফুলিয়া গ্রামে এসে বসতি স্থাপন করেন। নরসিংহের পুত্র গর্ভেশ্বর । গর্ভেশ্বরের তিনটি পুত্র হলেন মুরারি, সূর্য এবং গোবিন্দ। মুরারি ওঝার পুত্র বনমালী। বনমালীর স্ত্রীর নাম মালিনী। বনমালী ও মালিনীর ছয় পুত্র ও এক কন্যা। ছয় পুত্রের অন্যতম হলেন কৃত্তিবাস। কবি নিজে তাঁর আত্মপরিচয় দিয়ে লিখেছেন ''মালিনী নামেতে মাতা, পিতা বনমালী/ছয় ভাই উপজিল সংসারে গুনশালি। কৃত্তিবাস রামায়ণ-বহির্ভূত অনেক গল্প 'শ্রীরামপাঁচালী' অনুবাদে গ্রহণ করেছিলেন। তদুপরি বাংলার সামাজিক রীতিনীতি ও লৌকিক জীবনের নানা অনুষঙ্গের প্রবেশ ঘটিয়ে তিনি সংস্কৃত রামায়ণ উপাখ্যানের বঙ্গীকরণ করেন। রবীন্দ্রনাথের ভাষায়, এই কাব্যে "প্রাচীন বাঙালি সমাজই আপনাকে ব্যক্ত করিয়াছে।" |
|