InterviewSolution
Saved Bookmarks
| 1. |
'কেষ্ট', 'মোচ্ছব' - শব্দ দুটি হল1. তৎসম শব্দ2. তদ্ভব শব্দ3. আগন্তুক শব্দ4. উপরের কোনটিই নয় |
|
Answer» Correct Answer - Option 4 : উপরের কোনটিই নয় 'কেষ্ট' শব্দটি অর্ধতৎসম শব্দ অর্থাৎ যেসব সংস্কৃত শব্দ বাংলায় এসে উচ্চারণগত কারণে কিছুটা পরিবর্তন ও বিকৃতি লাভ করেছে, সেগুলিকে অর্ধতৎসম শব্দ বা ভগ্নতৎসম শব্দ বলা হয়। 'কেষ্ট' শব্দটি সংস্কৃত শব্দ 'কৃষ্ণ' থেকে বিকৃত/পরিবর্তিত হয়ে বর্তমানরূপ ধারণ করেছে। কৃষ্ণ > কেষ্ট 'মোচ্ছব' - শব্দটিও অর্ধতৎসম শব্দ এবং এটিও সংস্কৃত শব্দ বাংলায় এসে উচ্চারণগত কারণে কিছুটা পরিবর্তন ও বিকৃতি লাভ করেছে। 'মহোৎসব' সংস্কৃত শব্দটি থেকে উচ্চারণ বিকৃতির কারণে 'মোচ্ছব'-এ পরিবর্তিত হয়েছে। |
|