InterviewSolution
| 1. |
কুন্দননন্দিনী ও সূর্যমুখী চরিত্র দুটি রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের1. 'কমলকান্তের দপ্তর' গ্রন্থে2. 'সীতারাম' উপন্যাসে3. 'বিষবৃক্ষ' উপন্যাসে4. উপরের কোনটিই নয় |
|
Answer» Correct Answer - Option 3 : 'বিষবৃক্ষ' উপন্যাসে কুন্দননন্দিনী ও সূর্যমুখী চরিত্র দুটি রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 'বিষবৃক্ষ' উপন্যাসে। এটি বঙ্কিমচন্দ্রের চতুর্থ বাংলা উপন্যাসএবং তাঁর বিষবৃক্ষ-কৃষ্ণকান্তের উইল-রজনী গার্হস্থ্যধর্মী উপন্যাসত্রয়ীর অন্যতম।১২৭৯ বঙ্গাব্দের বৈশাখ সংখ্যা (১৮৭২) থেকে চৈত্র সংখ্যা (১৮৭৩) পর্যন্ত 'বঙ্গদর্শন' পত্রিকায় মোট বারোটি কিস্তিতে 'বিষবৃক্ষ' উপন্যাসটি প্রকাশিত হয়। উপন্যাসের বিষয়বস্তু ছিল সমসাময়িক বাঙালি হিন্দু সমাজের দুটি প্রধান সমস্যা - বিধবাবিবাহ ও বহুবিবাহ প্রথা। এই উপন্যাসের পটভূমি বিধবাবিবাহ আইন পাশ হওয়ার সমসাময়িক কাল।এই উপন্যাসের নায়িকা বিধবা কুন্দনন্দিনীর চরিত্রটি বঙ্কিমচন্দ্রের কনিষ্ঠা কন্যার ছায়া অবলম্বনে রচিত হয় বলে জানা যায়। |
|