InterviewSolution
| 1. |
'লম্বকর্ণ' গল্পের লেখক হলেন1. রাজশেখর বসু2. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়3. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়4. উপরের কেউই নন |
|
Answer» Correct Answer - Option 1 : রাজশেখর বসু 'লম্বকর্ণ' গল্পের লেখক হলেন - রাজশেখর বসু। রাজশেখর বসু (১৮৮০ - ১৯৬০)ছিলেন একজন বিশিষ্ট বাঙালি সাহিত্যিক, অনুবাদক, রসায়নবিদ ও অভিধান প্রণেতা। তিনি পরশুরাম ছদ্মনামে তাঁর ব্যঙ্গকৌতুক ও বিদ্রুপাত্মক কথাসাহিত্যের জন্য প্রসিদ্ধ। গল্পরচনা ছাড়াও স্বনামে প্রকাশিত কালিদাসের মেঘদূত, বাল্মীকি রামায়ণ (সারানুবাদ), কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসকৃত মহাভারত (সারানুবাদ), শ্রীমদ্ভগবদ্গীতা ইত্যাদি ধ্রুপদি ভারতীয় সাহিত্যের অনুবাদগ্রন্থগুলিও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। 'চলন্তিকা' অভিধান প্রণয়নের জন্য তিনি সর্বাধিক পরিচিত। সাহিত্যকর্মের স্বীকৃতিস্বরূপ তিনি পশ্চিমবঙ্গ সরকারের রবীন্দ্র পুরস্কার ও ভারত সরকার কর্তৃক পদ্মভূষণ সম্মানেভূষিত হন। ১৯৫৫ খ্রিষ্টাব্দে আনন্দীবাঈ ইত্যাদি গল্প গ্রন্থের জন্য তিনি সাহিত্য অকাদেমি লাভ করেছিলেন। |
|