1.

'মাইক' (মাইক্রোফোন), 'ফোন' (টেলিফোন), 'মিনি' (মিনিমাম) - চলিত ভাষায় ব্যবহৃত এ ধরনের শব্দগুলিকে বলে1. ইতর শব্দ2. খন্ডিত শব্দ3. মুন্ডমাল শব্দ4. সাংকেতিক শব্দ

Answer» Correct Answer - Option 2 : খন্ডিত শব্দ

'মাইক' (মাইক্রোফোন), 'ফোন' (টেলিফোন), 'মিনি' (মিনিমাম) - চলিত ভাষায় ব্যবহৃত এ ধরনের শব্দগুলিকে বলে খন্ডিত শব্দ।

  • খন্ডিত শব্দ: কোন কোন শব্দের অংশ বিশেষ বাদ দিয়ে উচ্চারিত হয়, এদের খন্ডিত শব্দ বলে। যেমন:- ফোন < টেলিফোন, বাইক < বাইসাইকেল।
  • ইতর শব্দ: যে সমস্ত শব্দ মার্জিত লোকেদের কথায় ব্যবহার হয় না, তাদের বলে ইতর শব্দ। যেমন ঃ গুল মারা, গ্যাঁজানো ইত্যাদি।
  • মুণ্ডমাল শব্দ: কোনাে শব্দগুচ্ছ বা বাক্যাংশ - এর প্রতিটি শব্দ তথা পদের প্রথম ধ্বনি বা দল (Syllable)-এর সমাবেশ ঘটিয়ে যখন একটি নতুন শব্দ তৈরি করা হয়, তখন সেই শব্দকে বলে মুণ্ডমাল শব্দ বা অ্যাক্রোনিম। যেমন - ল.সা.গু (লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক), গ.সা.গু (গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক)।


Discussion

No Comment Found

Related InterviewSolutions