1.

মাতৃভাষার মাধ্যমে শিক্ষণের লক্ষ্য হল1. অন্য ভাষার তুলনায় মাতৃভাষাকে শ্রেষ্ঠ বলে বুঝিয়ে দেওয়া2. অন্য ভাষার প্রতি অশ্রদ্ধার ভাব জাগিয়ে তোলা3. মাতৃভাষার বিকাশ ও সমৃদ্ধির পথ সুগম করা4. উপরের কোনটিই নয়

Answer» Correct Answer - Option 4 : উপরের কোনটিই নয়
একটি শিশু জন্মর পর প্রথম যে ভাষা শোনে এবং কথা বলা শুরু করে তা হল তার মাতৃ ভাষা। এই ভাষার প্রতি  বিশ্বাস ও আস্থা অপরিসীম। নিজের পরিচয়ের সঙ্গে ওতপ্রভাবে জড়িয়ে থাকে এই ভাষা।  তাই প্রাথমিক স্তরে যখন অন্যান্য বিষয় প্রচলন করা হয় তখন যদি বিদেশি ভাষার কাঠিন্যকে পরিহার করে মাতৃভাষায় তা পড়ান হয় তাহলে হয়ত শিক্ষালাভের পদ্ধতি কিছুটা সহজ ও  আকর্ষণীয় করে তোলা যায়। একজন মানুষের মধ্যে শিক্ষার বিকাশ শুধুমাত্র শিক্ষা গ্রহণ করলেই হয় না। একজন মানুষের অন্তরে শিক্ষার প্রকৃত বিকাশ ঘটে আত্মার সঙ্গে শিক্ষার মিলনের মাধ্যমে। অন্যদিকে মানুষের ভাব এর মাধ্যম হলো ভাষা। সহজ ভাষায় উচ্চমানের শিক্ষা দানের ফলে মানুষ সহজেই শিক্ষা গ্রহণের দিকে আকৃষ্ট হয়। ফলে এ কথা নিঃসন্দেহে বলা যায় যে মাতৃভাষায় শিক্ষাদান আদপে একটি শিক্ষিত সমাজের ভিতই রচনা করে।


Discussion

No Comment Found

Related InterviewSolutions