InterviewSolution
Saved Bookmarks
| 1. |
"মহিম-রহিম দুটি ছোটো ছেলে-এক মন এক প্রাণ,-মহিম সে গোঁড়া হিন্দুর ছেলেরহিম মুসলমান ।"উদ্ধৃত অংশটির কবি হলেন1. লীলা মজুমদার2. উপেন্দ্রকিশোর রায়3. সুনির্মল বসু4. এঁদের কেউই নন |
|
Answer» Correct Answer - Option 3 : সুনির্মল বসু উদ্ধৃত অংশটির কবি হলেন কবি সুনির্মল বসু। সুনির্মল বসু একজন বাঙালি কবি ও শিশুসাহিত্যিক, প্রধানত সরস শিশু সাহিত্য রচনাকেই সাহিত্যের মাধ্যম হিসাবে গ্রহণ করেছিলেন। তাঁর লেখা গ্রন্থতালিকার কিছু উল্লেখযোগ্য রচনা হল - হাওয়ার দোলা (১৯২৭), ছানাবড়া, বেড়ে মজা, হৈ চৈ, পাততাড়ি, ছন্দের টুংটাং (১৯৩০), কিপটে ঠাকুরদা (১৯৩৩), টুনটুনির গান, বীর শিকারী, ইন্তিবিন্তির আসর (১৯৫০), পাহাড়ে জঙ্গলে ইত্যাদি। এছাড়া ১৯৫৫ সালে আত্মজীবনী "জীবনখাতার খাতার কয়েক পাতা" লিখেছিলেন। উপরিউক্ত কবিতাটি তাঁর লেখা 'মহিম ও রহিম' কবিতার অংশ। |
|