1.

'পালোয়ান' ছড়াটির রচয়িতা হলেন1. রাজশেখর বসু2. সুনির্মল বসু3. জীবনানন্দ দাশ4. এঁদের কেউই নন

Answer» Correct Answer - Option 4 : এঁদের কেউই নন

'পালোয়ান' ছড়াটির রচয়িতা হলেন সুকুমার রায়। 

ছড়াটি 'আবোল তাবোল' শীর্ষক সুকুমার রায়ের বিখ্যাত ননসেন্স ছড়ার সংকলনের অন্যতম। এটি ১৯২৩ সালে ইউ রায় এন্ড সন্স থেকে প্রকাশিত হয়। এই সংকলনে মোট ছড়ার সংখ্যা ৫০টি। সুকুমার রায় ছিলেন একাধারে লেখক, ছড়াকার, শিশুসাহিত্যিক, রম্যরচনাকার, প্রাবন্ধিক, নাট্যকার ও সম্পাদক। 



Discussion

No Comment Found

Related InterviewSolutions